নিউজ ডেস্ক: নজির গড়ল রাজ্য। এই সরকারি হাসপাতাল এসএসকেএমে (SSKM) আইভিএফ পদ্ধতিতে জন্ম নিল কন্যাসন্তান। জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে এবং GDIRF প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক প্রসূতি এই কন্যাসন্তানের জন্ম দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই হাসপাতালে সম্পূর্ণ পৃথক বিভাগ চালু করা হয়েছে। এই আইভিএফ বিভাগে পাঁচটি বেড রাখা হয়েছে। কারণ হিসেবে চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার বা সিজার হওয়ার আগে বেশ কিছু জটিলতা দেখা দেয়। তার জন্য হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয় প্রসূতিদের।
আসলে এই আইভিএফ চিকিৎসা পরিষেবা প্রায় পুরোটাই রয়েছে মুষ্টিমেয় বেসরকারি ক্লিনিকে নিয়ন্ত্রণে। কয়েক লক্ষ টাকা খরচ করলে তবেই এই চিকিৎসা পরিষেবা মেলে। যা মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই থেকে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই পরিষেবাকেই আমজনতার নাগালে নিয়ে আসতে। সে কারণেই এসএসকেএম (SSKM) হাসপাতালে এই চিকিৎসা পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্তের সুফল হিসেবেই এবার সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে জন্ম নিল টেস্টটিউব বেবি।
জানা গিয়েছে, এই পদ্ধতিতে সন্তান প্রসবের জন্য ইতিমধ্যে ৩২০০ জন নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। যাঁদের মধ্যে ৩৫ জন ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা। এদিন চিকিৎসকরা বলেন, সরকারি হাসপাতালে (SSKM) যে প্রসূতি প্রথম এই কন্যাসন্তানের জন্ম দিলেন, তাঁকে হাসপাতালে রেখে ১৮ দিন যাবতীয় চিকিৎসা পদ্ধতি চালানো হয়েছে। তবে মূল প্রক্রিয়া শুরু হয় আট থেকে নয় মাস আগে।
শনিবার এসএসকেএম হাসপাতালের আইভিএফ বিভাগের তরফে সাংবাদিক বৈঠক করে এই খবর প্রকাশ করা হয়। GDIRF-এর ডিরেক্টর চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার, এসএসকেএম হাসপাতালের আইভিএফ বিভাগের চিকিৎসক বিশ্বনাথ ঘোষ দস্তিদার ও চিকিৎসক গৌরীশঙ্কর কামিল্যা সাংবাদিক বৈঠক করেন।
এ প্রসঙ্গে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার বলেন, “মুখ্যমন্ত্রী নির্দেশে বর্তমানে তাঁর প্রতিষ্ঠান এসএসকেএম-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।” যেখানে বেসরকারি প্রতিষ্ঠানে এই চিকিৎসার মাধ্যমে সন্তানের জন্ম দিতে খরচ হয় ১ লক্ষ ৫০ হাজার বা তার বেশি টাকা। সেখানে এসএসকেএম (SSKM) হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই আইভিএফ চিকিৎসা শুরু হয়েছে।