নিউজ ডেস্ক: পুজো তো প্রায় চলেই এল। তাই এবার যাত্রীদের জন্য অভূতপূর্ব বন্দোবস্ত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। পুজোতে অতিরিক্ত ভিড় সামলাতে দারুন পদক্ষেপ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এবছর কলকাতা মেট্রোতে (Kolkata Metro) ভ্রাম্যমাণ কাউন্টার করা হয়েছে। সেই সঙ্গে যাত্রীদের টিকিটের সুবিধা দিতে কিউআর কোড নির্ভর কাগজের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থী থেকেই মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন ত্রয়োদশী পর্যন্ত চলবে। দুর্গাপুজোর এই কয়েকদিন গভীর রাতেও মিলবে পরিষেবা।
এই হ্যান্ড হেল্ড টার্মিনালগুলি বুকিং কাউন্টারের সামনে লম্বা লাইনে না দাঁড়িয়েই যাত্রীদের তাদের কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে সক্ষম করবে। এই টার্মিনালগুলি সিঁড়ির সামনে, টিকিটবিহীন জায়গায় যে কোনও জায়গায় মোবাইল বুকিং কাউন্টার হিসাবে কাজ করবে। লাগেজ স্ক্যানার, এএফসি-পিসি গেট, স্টেশনের প্রবেশ গেট, বিভিন্ন মেট্রো স্টেশনের করিডোরে এই সুবিধা মিলবে। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের আশা, পুজোর দিনগুলিতে প্যান্ডেলে-প্যান্ডেলে পৌঁছোতে মেট্রোরেলকেই বেছে নেবেন যাত্রীরা। এই হ্যান্ড হেল্ড টার্মিনালগুলি একটি বিকল্প টিকিটিং সমাধান হিসাবে দারুণ কাজ করবে বলে মত মেট্রোরেলের আধিকারিকদের।
যাত্রীরা দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, যতীনে তাদের টিকিট কিনতে এই টার্মিনালগুলি ব্যবহার করতে পারবেন। ব্লু লাইনের যতীনদাস পার্ক এবং কালীঘাট স্টেশনগুলির পাশাপাশি গ্রিন লাইন-২-এর হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনগুলিতে মিলবে পরিষেবা।
অন্যদিকে আবার যাত্রী সুবিধার্থে চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ এবং ডাউন মিলিয়ে মেট্রো (Kolkata Metro) চলবে ২৮৮টি। সপ্তমী থেকে নবমী ওই শাখায় চলবে ২৪৮টি ট্রেন। দশমীতে ১৭৪, একাদশীতে ১৩০টি পরিষেবা পাওয়া যাবে। দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউন লাইন মিলিয়ে ট্রেন চলবে ২৩৬টি। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে দৈনিক ট্রেনের সংখ্যা পুজোর মধ্যে বাড়ানো হয়েছে। শনিবার থেকে এই রুটে মোট ১৩০টি করে ট্রেন চলছে। তবে রবিবার ৮২টি ট্রেন চললেও সোমবার থেকে বুধবার পর্যন্ত দিনে ১৩০টি ট্রেন চলবে। তবে বৃহস্পতিবার থেকে পুজোর সূচি মেনে ট্রেন চালানো হবে। এই রুটে পুজোর দিনে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দুপর দেড়টা থেকে রাত ১টা ৪৫ পর্যন্ত চলবে।