নিউজ ডেস্ক: লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমার (Globe Cinema) কথা মনে পড়ে? ২০ বছর আগে এই প্রেক্ষাগৃহে শেষবারের মতো সিনেমা দেখানো হয়েছিল। আবার ফিরছে সে। কুড়ি বছর পর চালু হল ধর্মতলার গ্লোব সিনেমা হল। রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এদিন টিকিট কাউন্টার থেকে দেব তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন। স্বাভাবিকভাবেই গ্লোব সিনেমা নতুন করে খোলায় খুশি সিনেপ্রেমীরা। নতুন এই গ্লোবে নস্টালজিয়ার সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতার ছোঁয়া। জানা গিয়েছে, লিন্ডসে স্ট্রিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, গ্লোব এখন একটি দুই-স্ক্রীন মাল্টিপ্লেক্স (ডুয়াল-প্লেক্স) যেখানে অত্যাধুনিক সুবিধা রয়েছে, যেখানে বসার ক্ষমতা যথাক্রমে ২৩৯ এবং ১৯৭ জন।
রবিবার সকালে হলে দেখা গিয়েছিল দেব, সৃজিত মুখোপাধ্যায় এবং শতদ্বীপকে। দেব এবং সৃজিতের হাত ধরে নতুন করে উদ্বোধন হয় এই হলের (Globe Cinema)। উদ্বোধনের পরে নিজেদের ছবির টিকিট বিক্রি করতে লেগে পরেন অভিনেতা এবং পরিচালক। জানা গিয়েছে, পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দুটো স্ক্রিনে দেখানো হবে।
আসলে শহরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে (Globe Cinema) প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোর তালিকা সামনে রাখলেই যথেষ্ট। ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের পুনরুদবোধন নিঃসন্দেহে আনন্দের খবর।
ঐতিহ্যময় গ্লোব (Globe Cinema) সিনেমার সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। ১৯২২ সালে জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গড়া হয়েছিল এই সিনেমা হল। সেই থেকে একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। ২০১৪ সালে মাল্টিপ্লেক্সের রমরমার শুরুয়াতের দিনগুলিতে হঠাৎ থমকে যায় গ্লোব। তবে ২০ বছর পর আবার সেই পুরনো স্বাদ ফিরে পেতে চলেছেন শহরবাসী। সেপ্টেম্বরের শেষেই খুলে যাবে গ্লোব। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কার হাত ধরেই শুরু হবে গ্লোবের নতুন পথচলা। এক সময়ে যে সিনেমা হলে শুধুই বিদেশি ছবি চলত, সেই প্রেক্ষাগৃহ ফিরল বাংলা ছবি দিয়ে।