নিউজ ডেস্ক: দুমাস পেরিয়ে গেল, এখনও সুবিচার পেলনা তিলোত্তমা। ইতিমধ্যেই তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন রাজ্য থেকে দেশ-বিদেশের বহু মানুষ। এবার নিউইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ড (Tilottoma on Times Square Billboard) জুড়েও তিলোত্তমার বিচারের দাবি।
নিউইয়র্ক শহরের মুগ্ধতাকে অস্বীকার করতে পারেনা কেউই, তাই সারা পৃথিবী থেকে সুযোগ পেলে মানুষ অন্তত একবার হলেও আসে বৈচিত্রময় এই শহর টাকে দেখতে। আর সেই শহরের মূল আকর্ষণ টাইমস স্কয়ার। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে এই টাইমস স্কোয়্যারে, রেড স্টেয়ারের চারিদিক জুড়ে অসংখ্য বিলবোর্ড (Tilottoma on Times Square Billboard) লাগানো আর সেই বিলবোর্ডে ২৪ ঘণ্টা ধরে অবিরাম চলে হাজার হাজার বিজ্ঞাপনের ঝলকানি, সেকেন্ডে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায় কোনো খবর। এবার সেই টাইমস স্কোয়্যারের বিলবোর্ড এই উঠল তিলোত্তমার বিচারের দাবি।
বর্তমানে তিলোত্তমার ওপর হওয়া নৃশংস ঘৃণ্য অপরাধের বিচারের দাবীতে পথে থেমেছেন সকলেই। আর সেই প্রতিবাদকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়ার প্রয়োজনেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের কিছু বাঙালি উদ্যোগ নিয়েছেন এই নৃশংস ঘটনাকে টাইমস্কোয়্যারের বিলবোর্ডে (Tilottoma on Times Square Billboard) তুলে ধরার, সমস্ত আইনি নিয়ম মেনে এই নৃশংস ঘটনাকে মার্কিন মুলুকের অন্যতম ব্যস্ততম প্রাণকেন্দ্রে তুলে আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। তবে যে অসহনীয় পাশবিক যন্ত্রণা নিয়ে তিলোত্তমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, যে অবর্ণনীয় দুঃখ-কষ্টের গ্লানিকে বুকে চেপে বাকি শেষ জীবন টা কাটিয়ে দিতে হবে তিলোত্তমার বৃদ্ধ বাবা মা কে, সেই সবকিছুর কাছে আমাদের প্রতিবাদগুলো হয়তো অনেক ক্ষুদ্র, তাও সঠিক বিচারের আশায় চেষ্টা চালিয়ে যেতে হবে, মনের ভিতর ‘ফাইট, কোনি ফাইট’ এর আগুনটাকে নিভতে দিলে চলবে না। এই পাশবিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তেজ টা সংক্রমিত হোক ঝড়ের বেগে।