নিউজ ডেস্ক: আজ পঞ্চমী। দেখতে দেখতে পুজো এসেই গেল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ হালকা বৃষ্টি (Weather Update) হতে পারে। অর্থাৎ বৃষ্টি হলেও তাতে পুজোর আনন্দ ভেস্তে যাবেনা। একইসঙ্গে পুজোর আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে যে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকলেও পুজোর আনন্দে ধাক্কা লাগবেনা।
তবে মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশের দেখা মিলছে। পূর্বাভাস অনুযায়ী ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির (Weather Update) সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার পাশপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তিও।
দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমছে বৃষ্টির সম্ভবনা। আগামী ১০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির (Weather Update) সম্ভাবনা খুব কম। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে ১১ এবং ১২ অক্টোবর। তবে কোচবিহার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এছাড়া কলকাতায় সকালের দিকে মেঘলা আকাশ থাকবে, এবং পরের দিকে আংশিক মেঘলা আকাশ হবে। হালকা বৃষ্টির (Weather Update) সামান্য সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা বেলার দিকে।
যদিও বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল সে প্রসঙ্গে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাবে। এই ঘূর্ণাবর্তের (Weather Update) ওপর দিয়ে ঝাড়খন্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায়। পঞ্জাবে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে।”