নিউজ ডেস্ক: আজ ষষ্ঠী। সকাল থেকেই শরতের রোদ ঝলমলে আকাশ (weather update)। যদিও সকলের মনে একটাই প্রশ্ন ছিল যে পুজোর চারদিনও কী ভিজবে বাংলা? তাহলে তো পুজোর আনন্দ একেবারে মাটি হয়ে যাবে। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী, সকলের মুখেই ফুটবে হাসি। কারণ ষষ্ঠীতে কখনও আকাশের মুখভার, কখনও আবার চড়া রোদ। ভ্যাপসা গরম অনুভূত হলেও বৃষ্টি থেকে কিছুটা হলেও মিলবে রেহাই। দিনভর হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির দেখা মিলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এরই মধ্যে চালাতে হবে ঠাকুরদেখা। আহামরি বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দিনের বিভিন্ন সময় বিভিন্ন জেলায় ঘুরিয়ে-ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একাদশী পর্যন্ত নতুন করে দুর্যোগের কোনও আশঙ্কা নেই।
উত্তরবঙ্গে আজ কোথাও পরিষ্কার আকাশ, কোথাও-বা আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া (weather update) দফতর জানিয়েছে শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীতে পার্বত্য ও ডুয়ার্স এলাকায় কিছুটা বাড়তে পারে বৃষ্টি। তবে তা খুব ভারী বৃষ্টি নয়। অন্যদিকে আজ দক্ষিনবঙ্গে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে বিকেল বা সন্ধ্যের দিকে কোনো কোনো জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। একইভাবে শহর কলকাতায় ষষ্ঠী থেকে একাদশী দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্তভাবে আঞ্চলিক এলাকায় ঘুরিয়ে-ফিরিয়ে হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস পুজোয় নেই।
এছাড়া হাওড়ার কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির (weather update) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দশমী পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি, সঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা (weather update) বা বর্ষাবিদায়-রেখা সুলতানপুর পান্না নর্মদাপুরম খরগাঁ ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে গুজরাত ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বিদায় নেবে বর্ষা। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে ১৮ অক্টোবর।