নিউজ ডেস্ক: দুমাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি সুবিচার। তাই বিচারের দাবিতে অব্যহত প্রতিবাদ। অভয়ার বিচারের (Doctors Protest) দাবিতে অনশনের ৩দিন পার, এরই মধ্যে ষষ্ঠীতে কলকাতায় হবে ‘অভয়া পরিক্রমা’। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে ঘুরবে জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে চলবে ‘অভয়া পরিক্রমা’।
‘কালকে উত্তর ও দক্ষিণ কলকাতায় অভয়ার মূর্তি নিয়ে পুজো পরিক্রমা বেরোব আমরা’, গতকালই ধর্মতলায় অনশন মঞ্চ থেকে কর্মসূচি (Doctors Protest) এই ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কোনওভাবে যদি দমিয়ে দেওয়া হয়, প্রতিবাদ তীব্রতর হবে’।
এ প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের একজন জানান, “আমরা একটি রক্তদান শিবির করব। বিভিন্ন পুজো প্যান্ডেলে লিফলেট বিতরণ করব। আমাদের দাবিগুলি তুলে ধরব। আমাদের সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে আমরা বিশ্বাস করি, পশ্চিমবঙ্গ সরকার তাদের উপর চাপ প্রয়োগ করছে।” একইসঙ্গে তারা জানান, অভয়ার ন্যায়বিচার, রাজ্যের বুকে আর একটাও যাতে অভয়া না হয় ও ১০ দফা দাবি নিয়ে আন্দোলন (Doctors Protest) জারি থাকবে।
যদিও এ প্রসঙ্গে সিনিয়র ডাক্তাররা জানিয়েছেন, চাকরি নয়, ডিউটি থেকে গণ ইস্তফা দিচ্ছেন। তবে ইস্তফা গ্রহণ না করা পর্যন্ত কাজ করবেন তাঁরা। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন। ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরা।
তাদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অবিলম্বে অপসারণ, প্রশাসনিক ব্যর্থতার জন্য জবাবদিহি এবং বিভাগের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের (Doctors Protest) ব্যবস্থা। অতিরিক্ত দাবিগুলির মধ্যে রয়েছে হাসপাতালের জন্য একটি কেন্দ্রীভূত রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করা, বেডের মনিটরিং সিস্টেম বাস্তবায়ন করা, কর্মক্ষেত্রে যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং হাসপাতালে পুলিশ সুরক্ষা বাড়ানো। তারা হাসপাতালগুলিতে পুলিশ সুরক্ষা বৃদ্ধি, স্থায়ী মহিলা পুলিশ কর্মী নিয়োগ এবং ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য শূন্য পদ দ্রুত পূরণের দাবি করা।