নিউজ ডেস্ক: ষষ্ঠীর সকালে সোনারপুরে রেল অবরোধ। অবরোধের (Rail Blockade in Sonarpur) কারণে সোনারপুর, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এবং লক্ষ্মীকান্তপুরমুখী ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় দু’ঘণ্টা ধরে রেল পরিষেবা ব্যাহত হওয়ার পর বেলা ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল আটটা নাগাদ সোনারপুর লোকাল ট্রেনটি বাতিল বলে ঘোষণা করা হয়। আর সোনারপুর লোকাল বাতিল (Rail Blockade in Sonarpur) হওয়ার কারণেই ক্ষোভে ফেটে পড়েন ট্রেনের নিত্যযাত্রীরা। প্রতিবাদে সোনারপুর রেল স্টেশনের কাছে অবরোধ শুরু করেন তাঁরা। রেলযাত্রীদের এই অবরোধের জোরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে একের পর এক লোকাল ট্রেন।
অবরোধকারীদের দাবি, প্রায় সময় শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল বেলায় বারুইপুর এবং সোনারপুরে বেশকিছু লোকাল ট্রেন হঠাৎ করে বাতিল ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ৷ এর ফলে নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয়৷ তাঁরা সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। অন্যদিকে ট্রেন অবরোধের জেরে অটো ও বাসস্ট্যান্ডগুলিতে লম্বা ভিড় ও লাইন পড়ে। খরচ হয় বাড়তি টাকাও। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা৷ রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরে নিত্যদিন এই ঘটনা ঘটছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ৷ তাই তাঁরা এ দিন রেল অবরোধ(Rail Blockade in Sonarpur) করে বিক্ষোভ দেখান৷
ঘটনার পরেই পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে হাজির হন রেলের আধিকারিকরা। যাত্রীদের বুঝিয়ে অবরোধ (Rail Blockade in Sonarpur) তুলে নেওয়ার চেষ্টা হয়। রেলের আধিকারিকদের সঙ্গে ছিল আরপিএফ এবং রেল পুলিশও। এরপর প্রায় দুঘণ্টা পরে বেলা ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।চবর্তমানে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে পুজোর দিনে দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের৷