নিউজ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই নিজের অভিনব ভাবনা দিয়ে দেবী মূর্তি (Durga Puja 2024) তৈরি করল নদিয়ার স্কুলপড়ুয়া সংলাপ নাথ। বালকের হাতে গড়া এই প্রতিমা তৈরি করা হয়েছে কাগজ, কাপড় ও বাতিল থার্মোকলের থালা দিয়ে। সময় লেগেছে প্রায় এক মাস। তবে এই প্রতিমা কোথাও পূজিত হবে না থাকবে বাড়িতেই। এমনটাই জানান সংলাপ নাথ।
নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজারোড এলাকার একটি আবাসনের বাসিন্দা এই বালক। র্তমানে সে কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। জানা গিয়েছে বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে সংলাপ নিজের হাতেই গড়ে তুলেছে এই দুর্গা প্রতিমা (Durga Puja 2024)।
এ প্রসঙ্গে তার আঁকার শিক্ষক রাহুল কুন্ডু জানান , “ও খুবই প্রতিভাবান একজন শিল্পী মানুষ। সারা বছরই নানা রকম কাজ করে খুবই আনন্দ দেয় সকলকেই। আমি চাই ওর প্রতিভা আরও বিকশিত হোক।” এই ভাবেই ছোটদের হাত ধরেই নানা সৃষ্টি (Durga Puja 2024) ফুটে উঠুক ও পরিবেশ বান্ধব চিন্তাধারার ভাবনা আরও দৃঢ়তা পাক।
জানা গিয়েছে, এটাই প্রথম নয়, এর আগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসগুলি দিয়েই নানাবিধ জিনিস বানিয়ে তুলেছে এই বালক। আর এবার দুর্গাপুজোর (Durga Puja 2024) সময় নিজের হাতে প্রতিমা বানিয়ে তাক লাগাল সকলকে। নিজের ভালো লাগা এবং ভালোবাসা থেকেই এই কাজ করে সে। নিজের এই শিল্পকর্ম প্রসঙ্গে খুদে এই শিল্পী বলে, ”ঘরের যে সব জিনিস ফেলে দেওয়া হয় সেগুলি দিয়ে আমার খেয়ালে শিল্পকর্ম করি। এতে ওই জিনিসগুলি আবার ব্যবহার করাও যায়। সেই সঙ্গেই পরিবেশ রক্ষা করার বার্তার দিতেই এই কাজ করি।”
আসলে শিল্পীসত্ত্বা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। শুধু সেই সত্ত্বাকে নেজের ভেতর থেকে প্রকাশ করতে জানতে হয়। আজ হয়তো এই খুদে শিল্পীর এই শিল্পকর্ম নতুন ভাবে উদ্বুদ্ধ করবে অনেককেই।