নিউজ ডেস্ক: আজ মহা সপ্তমী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update) হবে। বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই বাজ পড়া থেকে সাবধানে থাকতে হবে। তবে ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ার মতো পরিস্থিতি হবে না। এছাড়া আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া (Weather Update) দফতর জানিয়েছে, বর্ষা বিদায় নেওয়ার আগে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। তার জন্য ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার অর্থাৎ সপ্তমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার কিছু অংশে হতে পারে ঝড়বৃষ্টি। সপ্তমীতে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এরপর ১১ অক্টোবর মহাঅষ্টমী ও মহানবমীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় অষ্টমী-নবমীতে আংশিক মেঘলা আকাশ (Weather Update) থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দশমীতে কলকাতায় আংশিক মেঘলা আকাশ সহ খুব হালকা বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। তবে তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই। দশমীতে সব জেলার এক বা দুই জায়গায় হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
পুজোর পর আগামী রবিবার, একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার কিছু অংশে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার, একাদশীতে কলকাতা-সহ সাত জেলায় ঝড়বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মূলত আবহাওয়া থাকতে পারে শুষ্ক। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।