নিউজ ডেস্ক: দুর্গা পুজো হচ্ছে। তবে উৎসবের মধ্যেও মানুষ ভোলেনি তিলোত্তমাকে। তাই পুজোর থিমে ফুটে উঠল প্রতিবাদের সুর। শুধু শহরেই নয় এবার শহরের পাশাপাশি নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের (Bankura Durga Puja) ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপজুড়ে সর্বত্রই নারী নির্যাতনের বিভৎসতার ছবি তুলে ধরে দেবীর কাছে তার প্রতিকার চাওয়া হয়েছে।
আরজি কর থেকে জয়নগর, রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রতিবাদের আগুন বুকে নিয়ে উৎসবে সামিল আপামর বাঙালি। পুজোর মধ্যেও আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনে সামিল নাগরিক মহলেও। নানা প্রান্তে নানা মণ্ডপেও প্রতিবাদের (Bankura Durga Puja) ছোঁয়া। তাই এবার নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার এই পুজো মণ্ডপেও। গোটা মন্ডপ জুড়ে অসংখ্য খণ্ডচিত্রের মাধ্যমে কোথাও বিচার চাওয়া হয়েছে কোথাও কন্যা ভ্রূণ হত্যা নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়েছে।
যদিও উদ্যোক্তাদের দাবি, এই থিমের (Bankura Durga Puja) সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলীর মিল নেহাতই কাকতালীয়। তবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া রাজ্যের একের পর এক ঘটনার বিচার চাইছেন তাঁরাও। বিচার চাইছেন সাধারণ দর্শনার্থীরাও। তাঁরা বলছেন, সময়োপযোগী থিম। রাজ্যজুড়ে যা চলছে তা বন্ধ হওয়া দরকার। আরও কঠোর হতে হবে সরকারকে। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর প্রয়োজন। কোনওভাবেই রেহাত করা যাবে না অপরাধীদের।