নিউজ ডেস্ক: আজ মহা সপ্তমী। রাজ্য থেকে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও চলছে দুর্গা পুজোর আমেজ। বর্তমানে বিদেশের বহু জায়গাতেই এখন দুর্গা পুজো পালন করা হয়। আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক সেরকমই কিছু প্রবাসের পুজো (Durga Puja in Abroad)।
দেখনদারির যুগে প্রতিযোগিতা নয় বরং আন্তরিকতাকে পাথেয় করেই যাদের যাত্রা শুরু, পশ্চিম লন্ডনের বহুভাষী সেই সংগঠন, ‘প্রবাসী’ এখন শৈশব কাটিয়ে কৈশোরের পথে। কথায় বলে ১২ বছরে এক যুগ। দুর্গাপুজো আয়োজনের এক যুগ পেরিয়ে হান্সলোয় ‘প্রবাসী’র পুজো এবারে ১৩ বছরে পা দিল। বিগত বছরগুলোতে ‘প্রবাসী’ (Durga Puja in Abroad) যেমন আন্তরিকতায় আপামর জনগণকে কাছে টানতে পেরেছে, তেমনি পুজোর আনুষ্ঠানিকতাও জনমানসে দাগ কাটতে সক্ষম হয়েছে। প্রতি বছর দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি এই সাক্ষ্যই বহন করে। গত বছর লন্ডনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১৫ হাজার দর্শনার্থী হান্সলোর এই পুজোয় অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে, ফিলাডেলফিয়ার প্রগতি দুর্গাপুজো (Durga Puja in Abroad) বহু বছর ধরেই বাঙালি ও ভারতীয়দের এক সুতোয় বেঁধে রেখেছে। ১৯৭০ সালের ড্রেকসেল হিলে ফিলাডেলফিয়া এবং সাদা নিউ জার্সির কিছু মুষ্টিমেয় বাঙালিকে নিয়ে একটি ঘরোয়া সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। কোন আনুষ্ঠানিক জমায়েত নয় এটি ছিল একটি ঘরোয়া অনুষ্ঠান। এর আগে অখানে এরকম কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি কিন্তু এই সমস্ত বাঙালিরা দুর্গাপুজায় অংশগ্রহণ করার পর উজ্জীবিত হয়েছিল এবং সমস্ত ইচ্ছেশক্তি দিয়ে তারা অনুভব করেছিল ফিলাডেলফিয়াতেও তো এমন একটি দুর্গাপুজোর আয়োজন করাই যায়। এই চিন্তা ভাবনা থেকে ১৯৭২ সালে ফিলাডেলফিয়ার ঐতিহাসিক দুর্গাপুজো সোসাইটি প্রগতির জন্ম হয়। সেই থেকেই আজও মহা সমারহে চলছে এই পুজো।
তবে উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও। এই প্রতিবাদ চলবে পুরো অক্টোবর জুড়ে। অক্টোবরের প্রথম সপ্তাহে ২৫টি পুজো, সঙ্গে প্রতিবাদ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ৫৫-৬০টি পুজো, সঙ্গে প্রতিবাদ। এমনকি অক্টোবরের তৃতীয় সপ্তাহের পুজোগুলিও চলতে থাকবে প্রতিবাদ। পুরোটাই সেতু দ্য ব্রিজের উদ্যোগে। সেতুর সামগ্রিক দাবি বিদেশের বাঙালিদের মধ্যে এনেছে দ্রোহের সংহতি। সেতুর তরফ থেকে একটি পোস্টারের ডিজিটাল কপি শেয়ার করা হয়েছে যা নিউইয়র্কসহ আমেরিকার (Durga Puja in Abroad) বিভিন্ন শহরে। শেয়ার হয়েছে অস্ট্রেলিয়া, কলম্বিয়া আর কানাডায় পুজো মণ্ডপেও। ইতিমধ্যেই বাঙালির প্রিয় দুর্গাপুজা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। তারই ধারাবাহিকতায় প্রবাসী বাঙালি হিন্দুদের ইতিহাসে এই প্রথম দূর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে। “টাইমস স্কোয়ার দুর্গাপুজা ২০২৪” নামেই উদযাপিত হচ্ছে এই দূর্গাপুজো উদযাপিত হচ্ছে ।