নিউজ ডেস্ক: এখনকার দিনে সর্বত্রই ভার্চুয়াল ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ হচ্ছে ব্যবসায়িক দুনিয়ায়। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েই স্টার্ট আপ ও ব্যবসায়িক উদ্যোগগুলিতে নতুন নতুন ধারণা তৈরি হচ্ছে। বাড়ি বসেই বড় বড় কাজ সামলে নেওয়া যাচ্ছে। সম্প্রতি সমাজমাধ্যম এবং লিঙ্কড ইনে একটি পোস্ট দারুণ ভাইরাল হয়েছে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে কম্পিউটারের সাহায্যে একজন ভার্চুয়াল রিসেপশনিস্ট (Virtual Receptionist) নিযুক্ত আছেন। বেঙ্গালুরুতে এই আশ্চর্য ঘটনাকে ক্যামেরাবন্দি করেছেন দিল্লির একটি সংস্থার সিইও।
ভার্চুয়াল রিসেপশনিস্টের (Virtual Receptionist) এই ব্যবস্থা কোভিডের পর ২০২০ সাল থেকে শুরু হয়েছে। সম্প্রতি এই হোটেল চেনগুলি নানারকম সুবিধে দিতে শুরু করেছে যার মধ্যে বেঙ্গালুরুতে একটি ১৬ রুমের হোটেলও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এমনই কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত টেক পার্কের হদিশ মিলেছে সাম্প্রতিক সময়ে, এই সুবিধে সেখানেও পাওয়া যায়। কোভিডের পরে ভারতেও এই ধরনের পরিষেবা নিয়ে ভারতবাসীদের মধ্যে চর্চা কম হয় না।
জানা গিয়েছে, দিল্লির সেই ব্যক্তি এই হোটেলে থাকার জন্যই চেক ইন করতে এসেছিলেন। এই ছবি এবং ভিডিয়ো পোস্ট করে সেই ব্যক্তি লিঙ্কডইনে লিখেছেন যে, ‘বেঙ্গালুরুর সেরা মুহূর্তগুলির মধ্যে একটা। একবার চেক ইন করার পরে আমি বুঝতে পারি গোটা হোটেলে ২ জন নিরাপত্তারক্ষী এবং ১-২ জন প্রযুক্তিবিদ ছাড়া অন্য কোনও কর্মী ছিল না। সংস্থার হেড অফিসে বসে থাকা লোকই সমস্ত হোটেল পরিচালনা করছিলেন। সিলিকন ভ্যালি ছাড়া ভারতের অন্য কোথাও এইধরনের হোটেলের দেখা মিলবে না বলেই জানিয়েছেন সেই ব্যক্তি। মহিলা সিইও ভার্চুয়াল রিসেপশনিস্টকে (Virtual Receptionist) দেখে অবাক হন এবং এর একটি ছবি তুলে সমাজমাধ্যমে শেয়ার করে এই পোস্ট দেন তিনি।
সমাজমাধ্যমে এই পোস্ট (Virtual Receptionist) শেয়ার করার পরে অনেকেই নানাবিধ কমেন্ট করেছেন। বহু মানুষ ইতিমধ্যেই এই পোস্ট দেখে ফেলেছেন। জনৈক নেটিজেন এই পোস্ট দেখে লিখেছেন যে সবকিছু বেঙ্গালুরুর সঙ্গে লিঙ্ক করা বন্ধ করতে হবে। অন্য এক ব্যবহারকারী লিখেছেন যে, কাজের আসল মজা হল শুধু অফিসে। আবার একজন একে নারীর ক্ষমতায়ন বলে ব্যাখ্যা করেছেন।