নিউজ ডেস্ক: এবছর দুর্গাপুজোয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। গত কয়েকদিন ভারী বৃষ্টি (Weather Update) হয়নি। কলকাতা শহর ও জেলায় কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি হয়েছে। ফলে পুজোর কটাদিন আট থেকে আশি সকলেই আনন্দ করতে পেরেছেন। সকাল থেকেই রোদের তেজ ব্যাপক ছিল। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, শনিবার অর্থাৎ পুজোর একেবারে শেষ দিনে দুই বঙ্গেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দশমীতেও ভাসবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের একাধিক জেলা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হবে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ভারী বৃষ্টির (Weather Update) কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে পাঁচটি জেলায় ১৬ অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলবে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। এছাড়াও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update) হতে পারে। তবে দিনভর টানা প্রবল বর্ষণ নয়, জেলায় জেলায় হালকা বৃষ্টি হতে পারে দিনের যে কোনও সময়। বাকি দিন আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা রয়েছে। তবে এই জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের মতো জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোম এবং মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার (Weather Update) । আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ ও সর্বনিম্ন ৬৭ শতাংশ। আসলে সাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই আগামী কয়েকদিন এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সারাদিন ভ্যাপসা গরম থাকবে। সন্ধের দিকে কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মতোই।