নিউজ ডেস্ক: এবারের দুর্গাপুজোটা সকলের কাছেই একটু অন্যরকম। পুজোর ঠিক মাস দুই আগে শহরের বুকে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা সমাজে। এমনই আবহে দেবী দুর্গার আবাহন। আর ঠিক সেকারনেই এবছর দর্শকদের আনাগোনা নিষিদ্ধ মল্লিকবাড়িতে। প্রত্যেক বছর এই পুজোয় ভিড় জমান মানুষ। ঠাকুর দেখার পাশে পাশে বাড়তি আকর্ষণ থাকে তারকা দর্শনেরও। সারাদিনই বাড়ির পুজোয় থাকেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক (Rajnit Mallick), নিসপাল সিংহ রানে (Nispal Singh Raane)।
কিন্তু এবছর রঞ্জিত মল্লিকদের বাড়ি পুজোর শতবর্ষ। এমন ঐতিহাসিক ক্ষণে এ বাড়ির পুজো নিয়ে কৌতূহল থাকবে সেটাই স্বাভাবিক। তাই সেই কৌতূহল মেটাতে বাড়ির মেয়ে কোয়েলই পুজোর ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। আর তাতে বোঝা গেল, বনেদিয়ানা থেকে পরিবারের অটুট বন্ধন – ঠিক কতটা দৃঢ় এখনও।
এবছর মহাষ্টমী আর মহানবমী একই দিনে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, শুক্রবার সকাল পর্যন্ত ছিল অষ্টমী। তার পরই নবমী শুরু। আর এমন সন্ধিক্ষণে নিজেদের বাড়ির পুজোর ছবি শেয়ার করলেন হবু মা কোয়েল মল্লিক। মা, বাবা, স্বামী, সন্তানকে নিয়ে সেই ছবি যেন সপরিবার মা দুর্গারই এক রূপ! ছিমছাম অথচ উচ্চরুচির পোশাকেই সুন্দরী কোয়েল। লাল ব্লাউজ, অফ হোয়াইট শাড়ি, কপালে ছোট্ট টিপ, সঙ্গে হালকা গয়না – ব্যস! এতে অনন্যা রঞ্জিত মল্লিকের মেয়ে। তাঁর সঙ্গে মানানসই রঙের পাঞ্জাবিতে ছেলে কবীরও বেশ মিষ্টি। বর নিসপাল সিং রানের পরনে পেস্তারঙা পাঞ্জাবি, সাদা কুর্তা। রঞ্জিত মল্লিকের পোশাক পুরোপুরি সাদা। আর কোয়েলের মা পরেছেন অফ হোয়াইট-রানি পাড়ের শাড়ি। সকলের মুখ যেন উৎসবের আলোয় ঝলমলে।
এবারের বাড়ির পুজো ১০০-এ পা দেওয়ার আনন্দ তো রয়েছেই। সেইসঙ্গে দেবীপক্ষে তাঁর ব্যক্তিগত আনন্দও দ্বিগুণ হয়েছে। কারণ, তিনি ফের মা হতে চলেছেন। দিন কয়েক আগেই সেই সুখবর জানিয়েছিলেন অনুরাগীদের। হবু মাকে তাই শুভেচ্ছা জানিয়েছেন সবাই। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবার পুজো কাটছে কোয়েলের। ফলে এবারের পুজোটা তাঁর জন্য একটু বেশিই বিশেষ। অষ্টমীর সকালে মল্লিকবাড়ির পুজো থেকে সপরিবারে ফ্রেমে ধরা দিলেন কোয়েল।