নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তোলপাড় গোটা রাজ্য। দিন দিন বাড়ছে আন্দোলনের ঝাঁজ। ১০ দফা দাবিতে ধর্মতলা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনশন চালিয়ে যাচ্ছেন জনা কয়েক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। চিকিৎসকদের দাবি সঙ্গত মনে করে এবার আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা।
এদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে রাজ্যে সামাজিক অবক্ষয় রুখতে পদক্ষেপ করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের ২৪৭ জন স্বনামধন্য বিজ্ঞানী। দেশ-রাজ্যের স্বনামধন্য বিজ্ঞান প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীরা এই চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। চিঠিতে পশ্চিমবঙ্গে এমনকী পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের একাংশও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
চিঠিতে প্রথমেই আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন তাঁরা। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে তাঁরা লিখেছেন, গত ৯ অগাস্টের ঘটনার জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন তা সম্পূর্ণ ন্যায্য। আমরা প্রাণ বাজি রেখে অনশনে বসা জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। রাজ্য প্রশাসনের অন্দরে দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন বিজ্ঞানীরা। চিঠিতে লেখা হয়েছে, সরকার জ়িরো কোরাপশনের কথা বললেও রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। রাজ্যের নাগরিকরা প্রশাসনের আধিকারিকদের অপরাধের কথা জানাতে ভয় পান। কারণ তাদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত। একথা জানিয়ে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে তৎপর হওয়ার অনুরোধ করেছেন বিজ্ঞানীরা।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে নির্যাততার বিচারের দাবিতে ধর্মতলায় অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একই ইস্যুতে জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। পুজোর মধ্যেই ঝাঁঝ বেড়েছে আন্দোলনের। আন্দেোলনের ঢেউ নাগরিক মহলে। চলছে মিছিল, উঠছে স্লোগান। এরইমধ্যে এবার তাবড় তাবড় বিজ্ঞানীরা আন্দোলনের পাশে দাঁড়ানোয় জুনিয়র ডাক্তারদের মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের।