নিউজ ডেস্ক: পুজোর সময় কলকাতা সহ সমস্ত জেলাতেই মোটের উপর রোদ ঝলমল আবহাওয়া ছিল। ফলে শান্তি করে মানুষ সকাল থেকে ঠাকুর দেখতে পেরেছে। কিন্তু আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার থেকেই ফের আবহাওয়ায় বড় বদল ঘটতে চলেছে। পুজো মিটতেই ফের নিম্নচাপের ভ্রকুটি। আগামীকাল মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ (Weather Update) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
পুজোর দিনগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমনটা ঘটেনি। কিন্তু মঙ্গলবার কার্নিভালের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং,কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি (Weather Update) সম্ভাবনা। বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রবিবারই আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। ফলে বর্ষার বৃষ্টির (Weather Update) সম্ভাবনা আর নেই বাংলায়। আপাতত শুষ্ক আবহাওয়া। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে ১৩ অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে সোমবার আবহাওয়া শুষ্ক থাকলেও, মঙ্গলবার অর্থাৎ কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিন মহানগর সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির (Weather Update) সম্ভাবনা। একই সঙ্গে জানা গিয়েছ, সামনের সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। স্থানীয় ভাবে আকাশ মেঘলা, এবং বৃষ্টির সম্ভাবনা বাড়াবে তা। তবে বৃষ্টি হতে পারে অতি অল্প। কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।