নিউজ ডেস্ক: অনশনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এবার আংশিক কর্মবিরতির (RG Kar Protest) পথে বেসরকারি হাসপাতাল। সোম ও মঙ্গলবার পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছে পিয়ারলেস হাসপাতাল, ফর্টিস হাসপাতাল। পাশাপাশি দক্ষিণ কলকাতার বেশ কিছু হাসপাতালও এই সিদ্ধান্ত নিয়েছে। যেমন সিকে বিড়লা, উডল্যান্ড, কোঠারি-সহ একাধিক বেসরকারি হাসপাতাল পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বুধবার পর্যন্ত জরুরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। অ্যাপেলো, মণিপাল, আরএন টেগর হাসপাতালেও চলছে আংশিক কর্মবিরতি।
অন্যদিকে আজ সোমবার রাজ্যজুড়ে প্রতীকী অনশনের (RG Kar Protest) ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিজের নিজের কর্মস্থলে প্রতীকী অনশনে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা আংশিক কর্মবিরতি করছেন। অর্থাৎ তাঁরা পার্ট বাই পার্ট কর্মবিরতিতে (RG Kar Protest) যাবেন। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আংশিক কর্মবিরতি চলছে। তবে রোগীরা যাতে পরিষেবা পান, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দাবি, তিলোত্তমাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্যই তাঁদের এই পদক্ষেপ। পাশাপাশি যে ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা অনশন আন্দোলন চালাচ্ছেন, তাঁদেরকেও সমর্থন করে তাঁদের এই কর্মবিরতির সিদ্ধান্ত। কিন্তু তাতেও যদি সরকার প্রশাসনের তরফ থেকে কোনও সদর্থক পদক্ষেপ না করা হয়, তাহলে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা। সেক্ষেত্রে গোটা স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোই ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
ফলে ডাক্তারদের এই আন্দোলনে বেশ চাপে পড়েছে সরকার। সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন (RG Kar Protest) রাজ্যে মুখ্যসচিব মনোজ পন্থ। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক চিকিৎসক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে মেডিকায় নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি, আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন অ্য়াপোলো, পিয়ারলেস, মণিপাল, আরএন টেগোর, ফর্টিস, কোঠারি, নারায়ণা স্পেশালিটি, সিএমআরআই, বিএম বিড়লা, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।