নিউজ ডেস্ক: দুমাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি সুবিচার। যত দিন এগোচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার রাজ্যের পুজো কার্নিভালের দিন আরেক কার্নিভালের ডাক দিল চিকিৎসক সমাজ। মঙ্গলবার রানি রাসমণি রোডে “দ্রোহের কার্নিভালের” (Droher Carnival) ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার। বিকাল ৪টের সময় শুরু হবে এই কর্মসূচি। মূলত সমাজের সকল স্তরের মানুষকে এই দিন রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে “দ্রোহের কার্নিভাল”।
আর এই দ্রোহের কার্নিভালের (Droher Carnival) কথা শুনেই কার্যত ঘুম উড়ল সরকারের। ইতিমধ্যেই সেই কার্নিভাল বন্ধ করার আবেদন জানিয়ে এবার চিঠি দিলেন রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার চিকিৎসকদের দুটি আলাদা চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে সোমবার বৈঠক। আপনাদের দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকুন স্বাস্থ্যভবনের এই বৈঠকে। অপর একটি ইমেল করা হয়েছে। সেখানে হাইকোর্টের ১১ অক্টোবরের একটি নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে মঙ্গলবারই রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। সেই কার্নিভালে জনসমাগম ও আগতদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রোহের কার্নিভাল আপনারা বন্ধ করে দিন।
প্রসঙ্গত, এর আগে পুজো মণ্ডপে প্রতিবাদী স্লোগান তোলা ৯ জনকে জামিন দেওয়ার সময় বিচারপতি শম্পা সরকার স্পষ্ট বলেছিলেন, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভালে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। সেই কথা উল্লেখ করে দিয়েই ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা জানালেন মনোজ পন্থ।
আসলে রেড রোডে প্রতিবছরই দুর্গাপুজোর কার্নিভাল করে সরকার। বহু পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয়। বিদেশি অতিথিরাও থাকেন। এদিকে কাছেই রানি রাসমণি রোড। সেখানে দ্রোহের কার্নিভালের (Droher Carnival) ডাক দেওয়া হয়েছে। তবে সরকারের কাছ থেকে চিঠি পাওয়ার পরে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কী করেন সেটাই দেখার।