নিউজ ডেস্ক: এবছরের মতো বিদায়। রবিবার দশমীর মধ্যে দিয়ে শেষ হলো এবারের দূর্গাপুজো বা শারদোৎসব। অপেক্ষা পরের বছরের জন্য। এদিন সকাল থেকে শহর জুড়ে মন্ডপে মন্ডপে শুরু হয়ে যায় নিরঞ্জনের শেষ প্রস্তুতি। শুরু হয় সিঁদুর খেলা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করার ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখনও চলছে। তার মাঝেই এবার মা দুর্গাকে বরণ করার মধ্যে দিয়ে সিঁদুর খেলায় মাতলেন টলিউডের একাধিক তারকারা।
মল্লিক বাড়ির পুজো এবার পূর্ণ করল শতবর্ষ। রীতি মেনে দেবী বরণ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পোস্ট করলেন নানা ক্যামেরাবন্দি মুহূর্তের ভিডিও। সাদা শাড়িতে লাল সিঁদুর রাঙা কোয়েলের সাজ কাড়ল নজর। দেখা মিলল পরিবারের অন্যান্য সদস্যদেরও। অন্যদিকে, প্রতিবারের মতো এবারেও লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলায় মাতলেন শুভশ্রী। এলো চুলে, রইল গহনার বাহার। পাশে দাঁড়িয়ে ফ্লোরাল পাঞ্জাবীতে পোজ দিলেন পরিচালক-বিধায়ক। একইসঙ্গে বিয়ের পর প্রথম দুর্গাপুজো দর্শনা বণিক ও সৌরভ দাসের। লাল টুকটুকে শাড়ি পরে অভিনেত্রী করলেন মায়ের বরণ। অন্যদিকে ঢাকের তালে নাচে মাতলেন টলিউডের জনপ্রিয় দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সাদা শাড়ি, লাল ব্লাউজ, গালে কপালে হালকা সিঁদুর, হালকা গয়নায় সাজলেন তৃণা। এদিন দেবী দুর্গাকে বরণ করলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ জ্যাসমিন রায়ও। লাল পাড় সাদা শাড়িতে বজায় রাখলেন সাবেকিয়ানা। মাথায় খোঁপা, গালে কপালে সিঁদুরের হালকা ছোঁয়া। পোস্ট করলেন ছবি পরিবারের সঙ্গেও।
তবে মায়ের বিদায় বেলায় সিঁদুরখেলা বরণের মাঝেও নাগরিক সমাজ ভলেনি তিলোত্তমাকে। তাই বরণের মাঝেই আরজি কর কাণ্ড নিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করলেন সকলে। এমন ঘটনা বিরল বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, দুর্গাপুজোর দিনগুলিতেও ডাক্তাররা আন্দোলন করে চলেছেন। গণইস্তফা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। সে বিষয়ে আজ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কড়া বার্তা দিয়েছেন। যার ফলে এখন চাপে ডাক্তাররা। এবার ‘আংশিক কর্মবিরতি’ ঘোষণা করে পাল্টা চাপ তৈরি করতে চাইলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তবে উমার শেষ বিদায় বেলায় মন ভার সকলেরই। সকলের একটাই প্রার্থনা, ‘অভয়ার বিচার হোক।’