নিউজ ডেস্ক: আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রীকে ই-মেল বিশিষ্টজনেদের। অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজন ই-মেল করেছেন। মুখ্যমন্ত্রী সহ মেল করা হয়েছে মুখ্যসচিবকেও।
ধর্মতলায় আটদিন ধরে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। এই আবহে এবার মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবককে ই-মেল করে বিশিষ্টজনরা উল্লেখ করেছেন, ‘সরকার ও আন্দোলনকারীদের বৈঠকের ফলাফল এক জটিল ও অনভিপ্রেত অচলাবস্থা সৃষ্টি করেছ। অনশনকারীদের স্বাস্থ্যের অবনতিতে নাগরিক সমাজ গভীর দুশ্চিন্তায় রয়েছে। নিরাপত্তাহীনতা আন্দোলনকারীদের অনশনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ‘ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে চিঠি বিশিষ্টজনরা জানিয়েছেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা সকলের কাছেই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, দীর্ঘ লড়াইয়ের স্বার্থে একান্ত প্রয়োজন। নাগরিক সমাজের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করতে চাই, সুস্থ আলোচনার মাধ্যমে আপনাদের ন্যায্য দাবির সমাধান ও বাস্তবায়ন। এই প্রক্রিয়ায় আমরা যথাসাধ্য সক্রিয় থাকব। অনশনরত চিকিৎসকদের কাছে অনুরোধ নাগরিক সমাজের সক্রিয়তায় আস্থা রেখে অনশন প্রত্যাহার করুন।’ মুখ্যসচিবকে ই-মেল করে বিশিষ্টজনদের আবেদন, ‘প্রশাসনের কাছে পুনরায় দাবি জানাচ্ছি, অনশনরত চিকিৎসকদের মর্যাদা দিয়ে তাঁদের বক্তব্য শুনুন। তাঁদের দাবিপূরণের জন্য সততার সঙ্গে সচেষ্ট হন। পাশাপাশি তাঁরা উল্লেখ করেছেন সমস্যা সমাধানে সেতু বন্ধনের কাজ করতেও প্রস্তুত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “প্রশাসন ও আন্দোলনরত চিকিৎসক সমাজকে জানাতে চাই সমস্যা নিরসনে দু পক্ষের মধ্যে নতুন সংলাপের সেতু গড়ে তুলতে…নাগরিক সমাজের কোনও ভূমিকা থাকতে পারে কি না জানান, আমরা গুরুত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই বিষয়ে উদ্যোগ নিতে পারি।”
অন্যদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar) শুনানির আগে, ধর্মতলায় চিকিৎসকদের অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jai Singh)। সিনিয়র এই আইনজীবীর বক্তব্য, ‘‘ডাক্তারদের অনশনের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’’ ঠিক এই কারণে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন তিনি। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর গত শুনানির দিনই ১৫ অক্টোবর, মঙ্গলবার পরবর্তী শুনানির (RG Kar) দিন ধার্য করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশন (RG Kar) শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যে এই আন্দোলনে সামিল হয়ে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। আবার সুপ্রিম শুনানির দিনই দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক দিয়েছে আইএমএ। এই গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jai Singh), প্রধান বিচারপতির কাছে আর্জি জানালেন ধর্মতলায় চিকিৎসকদের অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার জন্য।