নিউজ ডেস্ক: বর্ষার বিদায়বেলাতেও কলকাতায় বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেকারণে দুর্গাপুজোর মতো লক্ষ্মীপুজোও মেঘমুক্ত (Weather Update) থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কার্নিভালের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে সেই বৃষ্টি খুব বেশিক্ষণ বা একটানা নয়। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার লক্ষ্মীপুজোর দিন থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির (Weather Update) খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আজ থেকে শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া।
বাতাসে জলীয় বাষ্পের (Weather Update) পরিমাণ ক্রমশ কমবে। শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ।
মঙ্গলবার সকাল থেকে কলকাতায় পুজো কার্নিভাল। তার সঙ্গে দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সকাল থেকেই শহরে পারদ চড়তে শুরু করেছে। সকাল থেকে কলকাতার আকাশ মেঘমুক্ত হলেও সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হবে বলে মনে হয় না। বিকেল থেকেই আবহাওয়া (Weather Update) বদলাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।
তবে আজ, কার্নিভালের দিন সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা এবং উপকূল সংলগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা।