নিউজ ডেস্ক: মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar in Supreme Court) ষষ্ঠ শুনানি। গত ৩০ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ১৫ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন। তদন্তে নতুন কিছু উঠে এল কি না, জুনিয়র ডাক্তারেরা নিয়মমাফিক পরিষেবা দিচ্ছেন কি না শুনানিতে সেই সব উঠে আসতে পারে। রাজ্য সহ দেশের নজর রয়েছে শীর্ষ আদালতের দিকে।
আজ, ১৫ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২টো থেকে সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার পরবর্তী শুনানি। প্রায় দুই সপ্তাহ পর মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। গত শুনানিতে ডাক্তারদের নতুন ডিউটি রুম, শৌচাগার নির্মাণ, সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো বসানোর কাজ ইত্যাদি কতদূর এগিয়েছে সে ব্যাপারে রাজ্যের কাছে উত্তর চেয়েছিল সুপ্রিম কোর্ট। নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ শেষ করার জন্য ১৫ অক্টোবর অবধি সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই কাজ কতদূর এগিয়েছে, নির্দেশ মেনে সবটা শেষ হল কিনা, সে ব্যাপারে প্রশ্ন উঠতে পারে আজ। তাছাড়া আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর গড়ে তোলা টাস্ক ফোর্সের কাজ কদ্দুর এগিয়েছে, তা নিয়ে এর আগের শুনানিতেও জানতে চাওয়া হয়েছিল। আজও সেই সংক্রান্ত রিপোর্ট দেখতে চাইতে পারে আদালত।
অন্যদিকে এর আগের শুনানিতে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন কিনা সে ব্যাপারে স্পষ্ট প্রশ্ন রেখেছিল শীর্ষ আদালত। রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তারেরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। বহির্বিভাগ ও অন্যান্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তাঁরা। যদিও তাতে আপত্তি জানান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি দাবি করেন, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। তখন প্রধান বিচারপতি জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবা কথা বলা হচ্ছে? তা হলে কি সকল চিকিৎসক সব ডিউটি করছেন না? উত্তরে ইন্দিরা জানান, সব জুনিয়র ডাক্তারেরা জরুরি পরিষেবায় রয়েছেন। জরুরি পরিষেবার মধ্যে ওপিডি ও আইপিডি— দুই’ই পড়ে। এর পরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, হাসপাতালের বহির্বিভাগ এবং অন্যান্য ক্ষেত্র-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দিতে হবে জুনিয়র ডাক্তারদের।