নিউজ ডেস্ক: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষ্মী পুজো এবার দুই দিন ধরে। বুধবার থেকে তিথি শুরু। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই দুদিনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বর্ষা বিদায় নিলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় মোট ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলার কিছু অংশে৷ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামীকাল বিকেলের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গতকাল বিকেলে আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর অভিমুখ তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলে। সরাসরি এর প্রভাব নেই বঙ্গে। তবে, উপকূলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। আগামী কয়েক দিন জলীয় বাষ্প থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায়, কিছুটা অস্বস্তি হবে দিনে। শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সতর্কতা আবহাওয়া দফতরের।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ১৫ অক্টোবর দক্ষিণ ভারত থেকেও শেষমেষ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। অর্থাৎ ২০২৪ সালের মতো বর্ষা বিদায় নিল দেশ থেকে। আইএমডি জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আর নেই দেশে । বরং এবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে। রাজ্যে বর্ষা বিদায় হয়েছে। তবে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। তার জেরে বৃষ্টি হবে কিনা বঙ্গে, এখন সেই দিকেই নজর সকলের।