নিউজ ডেস্ক: ফের জমায়েতে না লালবাজারের৷ এর আগে আরজি কর হাসপাতালের আশেপাশের এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। এবার সেই নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করা হল। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওইসব এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলেই বিবৃতি দিয়ে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক আধিকারিক বলেন, “আগের যে নিষেধাজ্ঞা ছিল তার সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে শুধু, আর কিছুই নয় ৷” তবে এই সিদ্ধান্তের কী কারন সে বিষয়ে লালবাজারের তরফে কিছুই জানানো হয়নি ৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, শ্যামপুকুর থানা এলাকা, উল্টোডাঙা থানা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তার জন্যই এই নিষেধাজ্ঞা ৷ তবে তার মধ্যে আছে বেলগাছিয়া, জেকে মিত্র ক্রসিং, এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও ৷
মঙ্গলবার রাতে পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করেই কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে ৷
আসলে আরজি কর হাসপাতালের ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনার পর সেই হাসপাতালে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। গত ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মাঝে কার্যত তাণ্ডব চলে সেখানে। তারপর থেকেই ওই এলাকায় বারবার নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পাশাপাশি বেআইনি জমায়েত রুখতে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত বেআইনি বলে গণ্য হবে ৷ আইনশৃঙ্খলা বজায় রাখতেই বিশেষ নির্দেশিকা জারি লালবাজারের বলে খবর ৷