নিউজ ডেস্ক: হিন্দি টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ স্মৃতি ইরানি। বর্তমানে তাঁর পরিচয় একজন রাজনীতিবিদ হলেও অধিকাংশ মানুষই তাঁকে আগে থেকে চেনেন একজন খ্যাতনামা অভিনেত্রী হিসেবে। বিশেষ করে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুলসী বিরানির চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় উঠেছিলেন স্মৃতি (Smriti Irani)। কিন্তু অভিনয় জগতে বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও তিনি পা রাখেন রাজনীতিতে। দূরত্ব বাড়ান অভিনয় জগৎ থেকে। তবে এবার এল এক সুখবর।
জানা গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে (Anupamaa Serial) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মৃতি ইরানিকে।
অর্থাৎ প্রায় ১৫ বছর পরে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। বলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’। বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব খান্না।
পর্দায় ‘অনুপমা’র জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী ‘অনুপমা’, এই নিয়েই গল্প।
স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র অনুকরণে তৈরি এই ধারাবাহিক। বাঙালি দর্শকের কাছে যেমন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক, তেমনই গোটা দেশে ছড়িয়ে পড়েছে ‘অনুপমা’র গল্প। পারিবারিক জীবনের নানা অধ্যায় ফুটে ওঠে এই ধারাবাহিকে। তাই প্রতিনিয়ত গল্পে আসতে থাকে নিত্যনতুন টুইস্ট। এবার এই ধারাবাহিকের নতুন চমক হিসাবে আসছেন স্মৃতি।
উল্লেখ্য, খবর যদি সত্যি হয়, তবে দীর্ঘ ১৫ বছর পর আবার অভিনয়ে ফিরবেন স্মৃতি (Smriti Irani)। শেষবার তাঁকে দেখা গিয়েছিল মনিবেন ডট কম নামে একটি কমেডি শোতে। ২০০৯ সালে সম্প্রচারিত হয়েছিল শোটি। তবে তারও আগে ২০০৩ সালে অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন স্মৃতি ইরানি।