নিউজ ডেস্ক: ক্রমশ দীর্ঘ হচ্ছে অনশন। ১০ দফা দাবি নিয়ে এখনও লড়াই জারি জুনিয়র ডাক্তারদের। বৃহস্পতিবার ধর্মতলায় তাঁদের অনশনমঞ্চের ১৩তম দিন। শিলিগুড়ির অনশনমঞ্চের (RG Kar Update) দ্বাদশ তম দিন। অনশনে থাকতে থাকতে সকলেই কমবেশি দুর্বল হয়ে পড়েছেন। তবুও ১০ দফা দাবি আদায়ে অনড় সকলেই। অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান। আজ ধর্মতলা থেকে শহরের ৪ দিকে যাবে গাড়ি। এমনই ঘোষণা জুনিয়র ডাক্তারদের। বেলা ১২টা থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
উল্লেখ্য, বুধবার বিকেলে হঠাৎ বৃষ্টি নামে কলকাতায়। মুষলধারে বৃষ্টি চলে অনেকক্ষণ। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের (RG Kar Update) ত্রিপল কোথাও কোথাও ফুটো হয়ে গিয়ে জল পড়তে শুরু করেছিল। সেই জল গড়িয়ে পড়ছিল অনশনকারীদের বিছানায়। তবুও সেই বৃষ্টি উপেক্ষা করেই ‘আমরণ অনশন’ জারি রাখেন তাঁরা।
অন্যদিকে অনিকেতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছেন আরজি করের চিকিৎসকেরা। চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আগামিকাল সব রিপোর্ট নিয়ে আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন আরজি করের অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক সৈকত নিয়োগী। ওই আলোচনার পরে অনিকেতকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, অনশন থেকে ওঠার কারণে আপাতত তেল-ঝাল ছাড়া খাবার দেওয়া হচ্ছে তাঁকে। খাবারের পরিমাণের দিকেও নজর রাখা হচ্ছে। তাঁর শারীরিক দুর্বলতা (RG Kar Update) রয়েছে এখনও। রক্তচাপও ওঠানামা করছে। সে দিকে লক্ষ্য রাখছেন চিকিৎসকেরা। একইসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যালে প্রতীকী অনশনে ২ সিনিয়র। লাগাতার অনশনে ভাঙছে শরীর, অনশনকারীদের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ।
এখনও পর্যন্ত ধর্মতলা-উত্তরবঙ্গ মিলিয়ে অনশনে (RG Kar Update) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬জন অনশনকারী । ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। কিন্তু কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে এই অচলাবস্থা? উত্তর অধরা।