নিউজ ডেস্ক: পুজো কাটতেই সুখবর। ভারতীয় রেলের টিকিট বুকিং-এ এবার চালু হচ্ছে নয়া নিয়ম। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে অর্থাৎ দূরের গন্তব্যে যেতে হলে সাধারণত আগে থেকে টিকিট কাটতে হয় যাত্রীদের। সময় যত এগিয়ে আসে, ততই কমতে থাকে ফাঁকা আসনের সংখ্যা। তাই আগে থেকে পরিকল্পনা না করলে সমস্যায় পড়তে হয়। সেই ‘অ্যাডভান্স বুকিং’-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হল রেলের তরফে। এবার থেকে আর ১২০ দিন আগে বুক করতে হবেনা না দূরপাল্লার ট্রেনের টিকিট। বরং এই সময়সীমা কমে দাঁড়াচ্ছে ৬০ দিন। সম্প্রতি ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলেই দাবি ভারতীয় রেলের।
আগামী ১ নভেম্বর থেকে নয়া নিয়ম চালু হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে চার মাস আগে দূরপাল্লার ট্রেনের অগ্রিম টিকিট কাটতে হয়। কিন্তু আগামী ১ নভেম্বর থেকে সেই সমসয়ীমা কমে দাঁড়াচ্ছে দু’মা। বিষয়টি আরও সহজভাবে বলতে গেলে ধরা যাক, কেউ হাওড়া থেকে কাশ্মীর যাচ্ছেন ২১ ডিসেম্বর। যেহেতু ১২০ দিন আগে থেকে অগ্রিম টিকিট কাটা যায়, তাই ২৩ অগস্ট থেকে ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া শুরু হয়েছিল। ১ নভেম্বর থেকে সেই সময়সীমাটা ১২০ দিন থেকে কমে ৬০ দিন হয়ে যাবে। সেই নিয়ম মোতাবেক কেউ যদি ১০ মার্চের কোনও ট্রেনের বুকিং করতে চান, তাহলে তাঁকে নভেম্বরে টিকিট কাটতে হবে না (১২০ দিনের নিয়ম ধরে)। তিনি জানুয়ারিতেই সেই কাজটা করতে পারবেন (৬০ দিনের নিয়ম ধরে)। বুধবারই রেল মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অ্যাডভান্স বুকিং এবার থেকে ২ মাস আগে করতে পারবেন যাত্রী, তার আগে নয়। এই নিয়মের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত বুক করা টিকিটে কোনও প্রভাব পড়বে না।
তবে তাজ এক্সপ্রেস বা গোমতী এক্সপ্রেসের মতো ছোট রুটের ট্রেন, যা একদিনেই গন্তব্যে পৌঁছে দেয় যাত্রীদের, সেগুলির ক্ষেত্রে কোনও নিয়মের বদল ঘটছে না। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ৩৬৫ দিন বা এক বছর আগে টিকিট বুক করার যে নিয়ম ছিল, তা অপরিবর্তিত থাকছে। খুব বেশি আগে থেকে টিকিট কাটলে, ট্রেন বাতিল হয়ে গেলে সমস্যায় পড়েন যাত্রীরা। সেই সমস্যা যাতে না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।