নিউজ ডেস্ক: আর্থিক কেলেঙ্কারি মামলায় এবার ইডি’র প্রশ্নের মুখে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। জানা গিয়েছে, বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডি (ED) দপ্তরে হাজির হন তিনি। এইচপিজেড টোকেন (‘HPZ Token’) মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে ইডির প্রশ্নের মুখে পড়েছেন তামান্না। জানা গিয়েছে, এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। আর সেই কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।
‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া। এই অ্যাপে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিয়োগকারীরা ৫৭ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৪ হাজার টাকা করে রিটার্ন পাবেন আগামী তিন মাসের জন্য। কিন্তু মাত্র একবারই মাত্র টাকা দেওয়া হয়েছিল। তারপর সব টাকা লুট করেই প্রতারকরা চম্পট দেয়।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে ৩৪ বছর বয়সী অভিনেত্রী তমন্না ভাটিয়াকে (Tamannaah Bhatia) প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-র অধীনে আঞ্চলিক অফিসে ডেকে জেরা করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে সেই অ্যাপ কোম্পানির পক্ষ থেকে একটি ইভেন্টে স্টেজ প্রেজেন্সের জন্য কিছু টাকা পাঠানো হয়েছিল তমন্না ভাটিয়াকে। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ ওঠেনি। এর আগেও তাঁকে একবার ডেকে পাঠানো হয়েছিল কিন্তু কাজের জন্য সেই তলবে যেতে পারেননি তিনি। আর তাই বৃহস্পতিবার তিনি ইডির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন তাদের আঞ্চলিক অফিসে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তামান্নার তরফে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের স্বত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্য়াপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম।