নিউজ ডেস্ক: কর্মবিরতি থেকে ধরনা-অনশন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ এবার ডাক দিলেন ন্যায় বিচার যাত্রার ৷ আমরণ অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার এই যাত্রার ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আগামী শনিবার সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত ন্যায় বিচার যাত্রার আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) তরফে বলা হয়েছে, অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে সোদপুর থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত ন্যায় বিচার যাত্রার আয়োজন করা হয়েছে। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই একই সময়ে ন্যায় বিচার যাত্রাও করা হবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, এদিন স্বাস্থ্য ভবনের কাজের খতিয়ান তুলে ধরেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের দাবি, সুপ্রিম কোর্টে মিথ্যাচার করছে রাজ্য সরকার। যে কাজের খতিয়ান স্বাস্থ্যভবনের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, তার কোনওটাই সম্পূর্ণ হয়নি। নিজেদের দাবির সমর্থনে একাধিক ছবিও দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় গত 9 অগস্ট ৷ ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ ওই ঘটনার পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ ক্রমে তা ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্নস্তরে৷ সিনিয়র চিকিৎসকরাও জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ৷
আদালতের নির্দেশে এখন ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে ৷ তবে এসব সত্ত্বেও আন্দোলন থামেনি জুনিয়র চিকিৎসক৷ আরজি কর ধর্ষণ-খুনে ন্যায় বিচার, হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধির দাবি-সহ দশদফা দাবিতে এখন অনশন-আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই অনশনের ১৪তম দিন ছিল আজ ৷ পাশাপাশি একাধিক কর্মসূচিও নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ তেমনই একটি কর্মসূচি এ দিন নেওয়া হল ৷ সেখানে ন্যায়বিচারের দাবিতে স্বাক্ষর অভিযান করা হল ৷ সাধারণ মানুষ সই করে ডাক্তারদের দাবির সঙ্গে সহমত পোষণ করলেন ৷