নিউজ ডেস্ক: বর্ষা বিদায় নিলেও পূর্বাভাস মেনেই রাজ্যের জেলায় জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে। আর এবার জোড়া নিম্নচাপের (Weather Update) আশঙ্কা। কালীপুজোর আগেই একের পর এক নিম্নচাপ। আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হচ্ছে নিম্নচাপ। আবার বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। যদিও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) আশঙ্কা রয়েছে। তবে পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে ধস বা প্লাবনের আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে আজ, শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কোথাও মেঘলা আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ, শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া বাড়বে। বাতাসে জলীয়বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া (Weather Update) রাজ্যে। তবে আজ উপকূলবর্তী ও এলাকায় ভারী বৃষ্টি একই সঙ্গে উত্তাল হতে পারে সমুদ্র সমুদ্রের ঢেউ ৫ ফুট বা তার বেশি উচ্চতায় উঠতে পারে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি। তবে এখনো পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাবার কোন নিষেধাজ্ঞা জারি হয়নি। আবহাওয়াবিদদের মতে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। আজ কলকাতায় ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী এই নিম্নচাপের প্রভাবে আন্দামান সাগরে একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা রয়েছে। যা ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর এর মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে ২৩ এবং ২৪ শে অক্টোবর বঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা।
ফলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বেলার দিক থেকে আরও একবার আবহাওয়ার পরিবর্তন হবে। ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওডিশা সংলগ্ন জেলাগুলিতে। রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত (Weather Update) তৈরি হবে। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এসে। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর শক্তি বাড়িয়ে তা অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমারের যে কোনও উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে। মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।