নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই ছ’জন জুনিয়র ডাক্তার অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন, পাঁচ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবুও, সরকারের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। সোমবারের মধ্যে সব দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার ধর্মঘটে (RG Kar Protest) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের চিকিৎসকরা। শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার এই সময়সীমার কথা জানান।
এ প্রসঙ্গে দেবাশিস বলেছেন, ‘‘সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের সব দাবি না মানলে, মঙ্গলবার আমরা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বাত্মক ধর্মঘটে (RG Kar Protest) যেতে বাধ্য হব।’’ একইসঙ্গে তিনি জানান, এই ধর্মঘটে সিনিয়র ডাক্তাররাও যোগ দেবেন।
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তাররা প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচটি দাবি করেছিলেন। যার মধ্যে চারটি সঙ্গে সঙ্গে পূরণ হয়। তারপর আবার ১০টি দাবি তোলেন তাঁরা। মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিকদের জানিয়ে দেন, সাতটি দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি তিনটির ক্ষেত্রে সময় লাগবে। দেবাশিস হালদারের বক্তব্য, ‘এই কর্মসূচির (RG Kar Protest) সময় কারও প্রাণহানি হলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। গত ১৩ দিন ধরে আমাদের সহকর্মীরা অনশন করছেন। মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে ব্যস্ত। এখন মানবিক মুখ্যমন্ত্রীকে দরকার ছিল। এরপরও যদি কোনও ইতিবাচক উত্তর আমাদের কাছে না আসে তাহলে মঙ্গলবার থেকে ধর্মঘট হবে।’
এই ধর্মঘটের (RG Kar Protest) পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফে আরও কয়েকটি কর্মসূচির ঘোষণাও করা হয়েছে। শনিবার থেকে ‘ন্যায়বিচার যাত্রা’ শুরু হবে, যেখানে সিনিয়র এবং নাগরিক সংগঠনগুলোকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের বাড়ি থেকে শুরু হয়ে মিছিল যাবে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত। এছাড়াও রবিবার ধর্মতলার অনশনমঞ্চে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভের কর্মসূচিও নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেবাশিস হালদার।