নিউজ ডেস্ক: এবার থেকে প্রতি স্টেশনে ট্রেন দাঁড়াবে ৩০ সেকেন্ড। সম্প্রতি এমনটাই জানিয়েছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। আর এর পরেই শুক্রবার সন্ধ্যেয় খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই খবর নস্যাৎ করে দিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই খবরটি ভুয়ো।
আসলে শিয়ালদহ স্টেশনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাঁদের গন্তব্যে পৌঁছন। এই ডিভিশনে (Sealdah Division) প্রচুর লোকাল ট্রেন চলে, চলে দূরপাল্লার ট্রেনও। সেই ডিভিশন নিয়েই একটি খবর শুক্রবার ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে বলা হয়েছে, এবার থেকে এই ডিভিশনে প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড। তার মধ্যেই যাত্রীদের উঠতে হবে এবং নামতে হবে। আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় রীতিমতো। কারন ব্যস্ত সময়ে ভিড় হয় অনেক বেশি। ফলে মাত্র ৩০ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হলে সমস্যায় পড়বেন যাত্রীরা। খবরটি দেখে তাই অনেক নিত্যযাত্রীই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষত বয়স্ক যাত্রীদের পক্ষে ভিড় ঠেলে অত দ্রুত নামা-ওঠা করা বেশ কঠিন। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ট্রেন যাতে লেট না হয়, সেই কারণেই এই পন্থা নিয়েছে পূর্ব রেল। আর এই খবর ছড়াতেই এত কম সময় ট্রেন দাঁড়ালে কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে পোস্ট শুরু হয় সামাজিক মাধ্যমে।
তবে এবার সেই খবরকে ভুয়ো বলে জানিয়েছে পূর্ব রেল। এদিন পূর্ব রেলের (Sealdah Division) এক্স মাধ্যমে একটি পোস্টে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না। আরও বলা হয়েছে যে লোকাল ট্রেনে ওঠানাম করার জন্য যাত্রীরা এতদিন যে সময় পেতেন, ভবিষ্যতেও সেই একই সময় পাবেন। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন এবং যেকোনো ধরনের গুজবে কান দেবেন না। পূর্ব রেলের এই বিবৃতিতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে কেন এই ভুয়ো খবর ছড়াল, তা স্পষ্ট নয়।