নিউজ ডেস্ক: শ্যুটিং চলছে মৈনাক ভৌমিকের (Mainak Bhowmik) নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’-র। সেখানেই মুখ্যভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। অর্থাৎ এই ছবির মাধ্যমেই প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছে শোলাঙ্কি-ঋত্বিক। সম্প্রতি শ্যুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম লুক।
জানা গিয়েছে এই ছবির (Bhaggo Lokkhi) গল্প এগোবে দুর্নীতিকে কেন্দ্র করে। এখানে ঋত্বিক চক্রবর্তীর চরিত্রের নাম সত্য। সে পেশায় একজন সাংবাদিক। অন্যদিকে তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন শোলাঙ্কি রায়। তাঁর নাম কাবেরী হবে। এই ছবির বিষয়ে আনন্দবাজারকে পরিচালক জানিয়েছেন সত্য পেশায় একজন সাংবাদিক। সে মাদকচক্র নিয়ে একটি কপি করে ছাপাতে চায়। কিন্তু তাতে একজন রাজনীতিবিদ জড়িত থাকায় সেই খবর ছাপা হয় না। উল্টে সে চাকরি ছেড়ে বেরিয়ে আসে। এরপরই তাঁর বাড়ি এসে তাঁর এক বন্ধু মারা যায়। জানা যায় অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। একই সঙ্গে তাঁর থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়। আর এই কেসে জড়িয়ে পড়ে সত্য এবং তাঁর স্ত্রী। সেখান থেকে তাঁরা কীভাবে বের হয় সেটা নিয়েই হবে এই ছবি।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির (Bhaggo Lokkhi) শ্যুটিং। এই ছবিটির প্রযোজনা করেছেন প্রদীপ কুমার নন্দী। ঋত্বিক এবং শোলাঙ্কি ছাড়াও এই ছবিতে গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, সুজন মুখোপাধ্যায়, রতন সরখেল প্রমুখ। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রসঙ্গত, সামাজিক গল্প ছেড়ে এই প্রথম থ্রিলার আঙ্গিকের ছবিতে পা রাখছেন মৈনাক। এর আগে তিনি যে ছবিগুলি করেছিলেন তার সবই পরিবার ও সম্পর্কের গল্প বলেছে। এই ছবি (Bhaggo Lokkhi) নিয়ে পরিচালক বলছেন, ‘এক সাদামাটা দম্পতি যদি একটি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে তখন তাঁদের কী পরিস্থিতি হয় সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছিলাম। ভাগ্যলক্ষ্মী কিছুটা বাস্তবের ছবি তুলে ধরছে আর কিছুটা কাল্পনিক গল্প বলবে।’ তবে প্রেমের ছবি থেকে সোজা রহস্য-রোমাঞ্চ ছবি? এ প্রসঙ্গে পরিচালক বলেন, “অনেক মিষ্টি প্রেমের গল্প বলেছি। চারপাশটা অত মিষ্টি আর নেই। লোকে খুন হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। মেরে, টুকরো করে ফ্রিজে ভরে রাখা আজকের দিনে কোনও ব্যাপার! এ সব দেখার পর আর প্রেমের গল্প আসে?”