নিউজ ডেস্ক: দেশের সবচেয়ে বড় রেল-সড়ক সেতু (Biggest bridge) তৈরি হতে চলেছে বেনারসে (Benares)। আগামিকাল, রবিবার ২০ অক্টোবর, বারাণসীতে (Varanasi) ভারতের এই দীর্ঘতম প্রশস্ত রেল-সড়ক ডবল ডেকার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে তিনি এই সফরে উত্তরপ্রদেশের জন্য ১৩০০ কোটি টাকার মোট ২৩টি প্রকল্পের শিলান্যাসও করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মোদির লোকসভা সংসদীয় ক্ষেত্র হল বারাণসী কাশীধাম। তাই এলাকার মানুষের মধ্যে মোদির সফরকে ঘিরে তীব্র উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
এই রেল-সড়ক ব্রিজটি বেনারসের গঙ্গা নদীর দুই তীরকে যুক্ত করবে। এই সেতুতে ৪ টি রেলপথ থাকবে এবং এর উপর একটি ৬ লেন বিশিষ্ট মহাসড়ক তৈরি করা হবে। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সেতুটি উত্তরপ্রদেশের দুটি জেলা, বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে সংযুক্ত করবে। মালব্য সেতুর পাশেই তৈরি করা হবে এই নতুন সেতু। মালভিয়া সেতু দেশের প্রাচীনতম সেতু যার বয়স ১৩৭ বছর। পুরনো মালব্য সেতুর বদলে নতুন সেতু হবে দেশের সর্ববৃহৎ এই মাল্টি-ট্র্যাকিং সেতু।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi), যোগী রাজ্যে ‘সিগনেচার ডাবল-ডেকার সেতু’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এই রেল ও সড়ক পথের যুগ্মসেতুটি বারাণসী (Varanasi) এবং চৌন্ডালী জেলার গঙ্গার উপরে দুই তীরের সংযোগ স্থাপন করবে। এটিকে দেশের সবচেয়ে প্রশস্ত রেল সেতু বলা হয়েছে। এর উপর রয়েছে ছয় লেনের রাস্তা। এই সপ্তাহের শুরুতে, কেন্দ্রীয় মন্ত্রিসভা গঙ্গার উপর প্রশস্ত সেতুর অনুমোদন দিয়েছে। প্রকল্পটির জন্য আনুমানিক ব্যয় করা হবে প্রায় ২৬৪২ কোটি টাকা এবং তা আগামী চার বছরের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আত্মনির্ভর ভারত নির্মাণে এই প্রকল্পকে উৎসর্গ করা হয়েছে বলে জানা গিয়েছে। এতে পরিবহণ ব্যবস্থায় আর্থিক প্রগতির গতিকে আরও তরান্বিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে এই প্রকল্পের ফলে প্রায় ১০ লাখ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে।