নিউজ ডেস্ক: আজ, সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা রয়েছে। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘ডানা’। এই নামকরণ করেছে কাতার।
নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের বুধবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের। এর প্রভাবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলের জেলাগুলিতে।
অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার ভারী বৃষ্টির (Rain) সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ এছাড়া উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
তবে কলকাতায় সোমবার দিনভর শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। জলীয় বাষ্পের পরিমাণও কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। মঙ্গলবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হবে।