নিউজ ডেস্ক: ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় অনশনের আজ ১৭ তম দিন। আর এই অনশন চালু রেখেই আজ মুখ্যমন্ত্রী-সাক্ষাতে যাবেন জুনিয়র ডাক্তাররা। সোমবার বিকেল ৫টায় আন্দোলনকারীদের (RG Kar Protest) সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার আবেদন করেছেন অনশন প্রত্যাহার করে বৈঠকে যোগ দেওয়ার। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে ই-মেলও পাঠানো হয়েছে। তবে তা সত্ত্বেও ‘শর্ত’ না মেনেই বিকেলে নবান্নের হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে যাবেন জুনিয়ররা।
দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে একদিকে অনশন-আন্দোলন (RG Kar Protest) যেমন চলছে, আরেক দিকে জারি থাকছে প্রতিবাদ। দাবিদাওয়া পূরণ না হলে অনশন চলবে এবং মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের সিদ্ধান্তেও অনড় আন্দোলনকারীরা। কাটবে স্বাস্থ্য-জট, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
আসলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার দিনই রাজ্যজুড়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন ডাক্তাররা। জেলায় জেলায় CMOH-এর দফতর ছাড়াও সল্টলেকের স্বাস্থ্য ভবন, হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের অফিস ঘেরাও করার কর্মসূচি (RG Kar Protest) রয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য দুর্নীতি ও থ্রেট সিন্ডিকেটের আঁতুড়ঘর বলে দাবি করে আজ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দুপুর ৩টেয় ডাক্তার, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবিতে নাছোড় আন্দোলন ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষ। সেই সঙ্গে সিনিয়র ডাক্তাররা তো আছেনই। গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে একটানা অনশনে (RG Kar Protest) একে একে একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে যাঁরা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের অনেকেরই শারীরিক পরিস্থিতি বেশ সঙ্গীন। এদিকে শনিবারই ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যসচিবের ফোনেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জুনিয়র ডাক্তারদের স্নেহের সুরে অনশন-আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই জট কাটাতে আজ ফের বৈঠকের কথা বলেছিলেন তিনি।