নিউজ ডেস্ক: প্রতিশ্রুতি পূরণ এবং ভারতবাসীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন তিনি। ফলে নাওয়া-খাওয়া ভুলেছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে (NDTV World Summit) অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তিনি তাঁর দিনরাত পরিশ্রমের কারণ ব্যাখ্যা করেন। বললেন, “বিশ্রাম নেওয়ার সময় নেই। ভারতের স্বপ্ন সফল করতে আমার সরকার কাজ করছে।”
ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। অনেক মাইলস্টোন ছঁয়ে ফেলার পরও কেন এত খাটছেন। এই প্রশ্নের উত্তরেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ১০ বছরে ভারতে ১২ কোটি শৌচাগার নির্মাণ হয়েছে। ১৬ কোটি বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। সকলে প্রশ্ন করেন, এতেও কেন সন্তুষ্ট নন তিনি। তাঁর মতে, এটা যথেষ্ট নয়। দেশের তরুণ প্রজন্মের কাঁধে ভর করে আকাশ ছুঁতে হবে। যা স্বপ্ন দেশবাসী দেখছেন, যে প্রতিশ্রুতি রেখেছেন, তা পূরণ করতে বদ্ধপরিকর তিনি। কোনও বিশ্রাম নেওয়ার সময় তাঁর নেই।প্রধানমন্ত্রীর কথায়, এখন থেকে ভারতের উন্নয়নের মানদণ্ড হবে ভবিষ্যতের লক্ষ্য অর্জন করা। অতীতের সাফল্যের সঙ্গে বর্তমানের তুলনা করা চলে না। ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি অনেক লোকের সঙ্গে মিশেছি, তাঁরা আমায় বলেছেন ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। অনেক মাইলস্টোনও আমরা ছুঁয়েছি। সংস্কার সাধনও হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়। আজ বিশ্বের তারুণ্যে ভরপুর দেশগুলির অন্যতম ভারত। এই যৌবন, এই তারুণ্য আমাদের আকাশে নিয়ে যেতে পারে।”
এদিন বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী (PM Modi) গত পাঁচ বছরে গোটা বিশ্ব কী কী সমস্যার সম্মুখীন হয়েছে, তা তুলে ধরেন। তাঁর কথায় ঘুরে ফিরে এসেছে অতিমারির কথা, মূল্যবৃদ্ধির কথা এবং অবশ্যই বেকারত্বের কথা। উঠে এসেছে বিশ্বের বিভিন্ন পকেটে হওয়া যুদ্ধের কথাও। প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আমরা ভারতের সেঞ্চুরি নিয়ে আলোচনা করছি। গ্লোবাল ক্রাইসিসে ভারত আশার আলো। ভারতের সামনে অনেক চ্যালেঞ্জ আছে (NDTV World Summit)। কিন্তু আমরা সেগুলিকে সদর্থক দৃষ্টিভঙ্গীতে দেখি (PM Modi)। মোদী বলেন, ‘এর আগে প্রতিটি সরকার তাদের কাজের তুলনা করত পূর্বের প্রশাসনের সঙ্গে। আমরাও একই পথে চলেছি। কিন্তু এখন আর এই তুলনা যথেষ্ট নয়। আমাদের সামনে এখন নয়া লক্ষ্য। আর সেই লক্ষ্যই হবে উন্নয়নের মাপকাঠি।’