নিউজ ডেস্ক: আরজি কর কান্ডে (RG Kar Protest) যে সমস্থ শিল্পীদের দেখা মিলেছিল তার মধ্য অন্যতম ছিলেন বাংলা সিরিয়ালের ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করার পাশাপাশি অভিনেত্রী রাস্তায় নেমে সোচ্চার হতে পিছুপা হননি। এবার ভাইফোঁটায় (bhaiphonta) জুনিয়র ডাক্তারদের সম্মান জানাতে শ্রুতির বিশেষ উদ্যোগ। অন্দোলনকারী চিকিৎসকদের ভাইফোঁট দিতে চান শ্রুতি।
এ প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এবছর আমার ভাই,দাদারা কেউ ভাইফোঁটাতে আমার কাছে থাকতে পারছে না। কিঞ্জল নন্দ এবং তাঁর সহযোদ্ধা কয়েক জন ডাক্তার দাদা-ভাইদের ফোঁটা দিতে চাই। আমার সঙ্গে কারও আলাপ নেই। বার্তাটা একটু পৌঁছে দেবেন আমি সেদিন পৌঁছে যাবো। ইচ্ছা আছে,বাকিটা ভাগ্য’।
এই আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ আদতে এগড়ার এরেন্দা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কলকাতার আরজিকল মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজিতে এমডি করছেন। পেশাগত ভাবে তিনি ডাক্তার হলেও তার নেশা অভিনয় করা। মঞ্চ অভিনেতার পাশাপাশি বড় পর্দা এবং বাংলা সিনেমার বেশ পরিচিত মুখ তিনি। আজিকরের তিলোত্তমার বিচারের দাবিতে নাওয়া খাওয়া ভুলে অনশনে পথে বসেছেন কিঞ্জল। বাড়িতে রয়েছে মাত্র ৬ মাসের শিশু কন্যা। রবিবার ছিল কিঞ্জলের জন্মদিন। এই বিশেষ দিনেও কোন উদযাপনের লেশ মাত্র ছিল না। তবে কিঞ্জল একা নন,শুরুর দিন থেকে কিঞ্জলের সাথে এই আন্দোলনের শরিক হয়েছেন অনিকেত-দেবাশীষরাও।এঁরা প্রত্যেকেই এখন বাংলার মানুষের আসল হিরো। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও।
উল্লেখ্য, বর্তমানে গত দু মাসের বেশি সময় ধরে খবরের শিরোনামে ‘আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিহত চিকিৎসক’। কেউ নাম দিয়েছে তিলোত্তমা, কেউ আবার অভয়া। যাঁর কথা ভেবে ভেবে রাতের ঘুম উড়েছে শ্রুতি দাসের। কীভাবে মেয়েটার স্বপ্ন ভেঙেচুরে শেষ হয়ে গেল, সেই ব্যথাই যেন অনুভব করেছিলেন অভিনেত্রী। এবার সেই অনুভূতিকে সঙ্গে নিয়েই জুনিয়ার ডাক্তারদের পাশে এভাবে দাঁড়াতে চান শ্রুতি।
উল্লেখ্য ,শ্রুতি দাসকে (Shruti Das) শেষবার ছোট পর্দায় রাঙা বউ হিসেবে দেখা গিয়েছিল। এরপর তাঁকে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি আমার বস ছবিতে দেখা যাবে। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রমুখ।