নিউজ ডেস্ক: ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার পুরী ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ‘দানা’। তাই আগে থাকতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। জানা গিয়েছে, আগামী ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ২৩ তারিখ বাতিল করা হয়েছে মোট ১৮টি ট্রেন। ২৪ অক্টোবর বাতিল থাকছে ৩৭ টি ট্রেন। এবং ২৫ অক্টোবার বাতিল করা হয়েছে মোট ১১ টি ট্রেন।
এছাড়াও বুধবার বাতিল হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস। এছাড়া বাতিল হয়েছে পুরী থেকে জয় নগরগামী ট্রেন, ২৩ তারিখের শিয়ালদা – পুরী দুরন্ত এক্সপ্রেস। ২৪ তারিখে পটনা পুরী এক্সপ্রেসটি বাতিল হয়েছে । বাতিল হয়েছে ২৪ তারিখের মালদা ও দিঘার মধ্যে সংযোগকারী ট্রেনটিও।
অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে খবর , বৃহস্পতিবার অর্থাৎ ২৪ অক্টোবর, রাত ৮ টা থেকে শুক্রবার ২৫ অক্টোবর, সকাল ১০টা পর্যন্ত থেকে কোনও ট্রেন ছাড়বে না। এছাড়া বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় সব পরিষেবা বন্ধ থাকবে। আগেই লোকাল ট্রেন ছাড়া বন্ধ হয়ে যাবে শিয়ালদা দক্ষিণ শাখার প্রান্তিক স্টেশনগুলি থেকে । বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ট্রেন ছাড়বে না।
এ প্রসঙ্গে পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা ডিভিশনে ২৪ এবং ২৫ অক্টোবর একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেখানে রেলের শীর্ষ কর্তারা প্রত্যেকেই থাকবেন। মেডিক্যাল টিমও থাকবে। জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও জল জমে যাওয়া একটা বড় সমস্যা। তাই সেই জন্য আগাম পাম্প ব্যবস্থা সঙ্গে রেখেছি। এটা শিয়ালদা ডিভিশনেও প্রস্তুতি রেখেছি। ক্রিটিক্যাল টিম উপস্থিত থাকছে হাওড়া, ব্যান্ডেল , আজিমগড়, বর্ধমান, রামপুরহাটে।’