নিউজ ডেস্ক: বুধবার রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘দানা’। প্রতি ঘণ্টা গতি বাড়িয়ে এগিয়ে আসছে উপকূলবর্তী এলাকার দিকে। আবহাওয়াবিদেদের অনুমান, অতি শক্তিশালী হয়ে স্থলভাগে আছড়ে পড়ার সময়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বা ঘণ্টায় ১২০ কিলোমিটার।
তাই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে কিছু সতর্কতা মেনে চলা উচিৎ। ঘূর্ণিঝড় যেখানে আছড়ে পড়ে, তার চার পাশেই সাধারণত তাণ্ডবলীলা বেশি দেখা যায়। তাই ঘূর্ণিঝড়ের আগেই সরকারি ‘সাইক্লোন সেন্টার’ বা সমুদ্র থেকে দূরে কোনও হোটেলে বা গেস্টহাউসে আশ্রয় নিন। টাকা-পয়সা, জরুরি নথি, আধার, রেশন-প্যান কার্ডের মতো জরুরি জিনিস আগেই গুছিয়ে রাখুন। মোটা প্লাস্টিকের ব্যাগে সমস্ত জিনিস রাখবেন। সঙ্গে রাখতে হবে অন্তত দু-দিনের জন্য শুকনো খাবার, যেমন চিঁড়ে, মুড়ি, গুড়, বিস্কুট। শিশু থাকলে তার জন্য পরিশ্রুত জল ও খাবারের ব্যবস্থা আগেই করে রাখুন।
এছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্রও রাখতে হবে হাতের কাছে। প্রাথমিক চিকিৎসা বাক্সে অবশ্যই রাখতে হবে ব্যান্ডেজ, ছুরি, কাঁচি, অ্যান্টিসেপটিক মলম, ব্যথানাশক স্প্রে, পুড়ে যাওয়ার ওষুধ, অ্যান্টাসিড, প্যারাসিটামল, সর্দিকাশি, জ্বরের ওষুধ। ছোট, বড়, গোল… নানা আকারের ব্যান্ড এড রাখুন। তুলো, স্টেরাইল গজ, ব্যান্ডেজ, লিউকোপ্লাস্ট বা মেডিক্যাল টেপও রাখুন। জরুরি হ্যান্ড স্যানিটাইজ়ারও। হার্টের সমস্যা থাকলে সরবিট্রেট জাতীয় ওষুধ সঙ্গে রাখতেই হবে। যদি ডায়াবিটিস থাকে তা হলে তার ওষুধ, প্রয়োজনীয় ইনসুলিন সঙ্গে নিন। অবশ্যই সঙ্গে রাখুন চকোলেট। আচমকা রক্তে শর্করা কমে গেলে চকোলেট খেয়ে নিতে হবে। অ্যালার্জির ধাত থাকলে তার জন্য ওষুধ ও রক্তচাপের ওষুধ অবশ্যই রাখতে হবে।
অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় ওড়িশা সরকার ঘূর্ণিঝড় দানার মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এদিকে প্রস্তুতি চালাচ্ছে পশ্চিমবঙ্গও। দিঘা, শঙ্করপুর, মন্দারমনির সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। আজ দুপুর থেকেই উত্তাল হয়ে উঠবে সমুদ্র। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সময় এগোনোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দীঘার পাশাপাশি সুন্দরবনের উপকূলবর্তী এলাকা থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের দাপটে সুন্দরবনের একাধিক বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সকাল থেকেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ৪ দিন টানা বর্ষণ চলকে রাজ্যের ৬ জেলায়। Read more at: https://bengali.oneindia.com/news/west-bengal/cyclone-dana-form-today-wher-it-landfall-predict-weather-office-256387.html