নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘দানা’র ঘনীভূত হওয়ার জেরে একেবারে শেষ লগ্নে বাতিল হয় শাহের বঙ্গ সফর৷ তবে এবার জানা গেল দু’দিন বাদেই বাংলায় আসছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ অক্টোবর অর্থাৎ এই সপ্তাহান্তেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ আগামী মাসে রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ ঠিক ছিল ২৪ অক্টোবর তিনি বাংলায় পা রাখবেন ৷ দলের সভায় যোগ দেওয়ার পাশাপাশি সরকারি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ২৪ তারিখের বদলে রবিবার ২৭ তারিখ রাজ্যে আসছেন তিনি।
জানা গিয়েছে, অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা-বাবা। মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন তাঁরা। তার পরেই শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ করাতে উদ্যোগী হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, অমিত শাহ নিজেও মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, শাহ (Amit Shah) রাজ্য বিজেপির কয়েক জন শীর্ষনেতার সঙ্গে কথা বলে নির্যাতিতার পরিবারের (RG Kar) সঙ্গে দেখা করার বন্দোবস্ত করতে বলেছিলেন। তার পর থেকেই রাজ্য বিজেপির নেতারা ওই পরিবারের সঙ্গে দেখা করার বন্দোবস্ত করতে শুরু করেন। এরই মধ্যে তাঁরা শাহকে ইমেল পাঠিয়ে সাক্ষাতের সময় চাওয়ায় সেই পথ আরও সুগম হয়েছে। দলের একটি সূত্র জানাচ্ছে, আর আরজি কর-কাণ্ডের পর যে ভাবে পশ্চিমবঙ্গের সর্ব স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিহত চিকিৎসকের মা বাবার সাক্ষাৎ অত্যন্ত জরুরি বলেই মনে করছেন তাঁরা।
গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। সেইদিনই বঙ্গে দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। সল্টলেকের এক সরকারি প্রেক্ষাগৃহে এই কর্মসূচিতে হাজির থাকবেন অমিত শাহ। তারপর রাজারহাটের একটি অভিজাত হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।