নিউজ ডেস্ক: ফের বক্স-অফিসে রাজ করতে আসছে পুষ্পারাজ। যেদিন থেকে পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশের ঘোষণা হয়েছে সেদিন থেকে দর্শকদের মধ্যে উত্তজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক এবং একটি গান সামনে এসেছে যা ঘিরে দর্শক মহলে উন্মাদনা একেবারে তুঙ্গে। তবে, সম্প্রতি জানা গেছে যে, সিনেমাটি ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না। এই পরিবর্তনের খবরটি নিশ্চিত করেছেন আল্লু অর্জুন (Allu Arjun) নিজেই। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন অভিনেতা নিজেই। ৬ ডিসেম্বর নয়, বরং অপেক্ষা কমতে চলেছে ২৪ ঘণ্টার। আগের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর বড়পর্দায় শুরু হতে চলেছে ‘পুষ্পা’ রাজ। আর এই খবর চোখে পড়তেই খুশির হাওয়ায় ভাসছে নেটপাড়া।
‘পুষ্পা’ , লকডাউনের পর এই ছবি দর্শকদের হল মুখো করিয়েছিল। রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল ‘পুষ্পা’ চরিত্র। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর লুক থেকে স্টাইল। তাই স্বাভাবিকভাবেই সকলেই অপেক্ষায় ছিলেন এই ছবির। এই ছবিতেও নির্মাতার একটি আইটেম গান রাখতে চলেছে। যা ছবির প্রথম অংশের আইটেম গানের থেকে বড় হতে চলেছে । ছবির আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) । তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি।
ইতিমধ্যে ‘পুষ্পা ২’ ছবির টিজার থেকে ট্রেলার মানুষের ছবির প্রতি আগ্রহ বাড়িয়েছে বহুগুনে। এখন দেখার কত কোটির ব্যবসা করেন আল্লু। যদিও ছবি মুক্তির আগেই এই ছবি থেকে নির্মাতারা ১ হাজার কোটি টাকা আয় করে ফেলেছেন। এমনটাই জানা গিয়েছে বলিউড সূত্রে। সূত্রের খবর, ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা ২’। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা ঢুকে পড়েছে। অর্থাৎ ছবিমুক্তির আগেই ছবির প্রমোশন করেই ১০০০ কোটি টাকা আয় হয়েছে। এই ছবি নাকি মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, এমনটাই বলছেন অধিকাংশ নেটিজেন।