নিউজ ডেস্ক: ১৯৯৮ সাল থেকে ছোটপর্দায় পথচলা শুরু। দীর্ঘ দু’ দশক ধরে নির্ধারিত সময়ে টেলিদর্শকদের রগরগে থ্রিলার, গোয়েন্দাগিরি, অ্যাকশন দেখিয়ে নিষ্পলকভাবে বসিয়ে রাখা চারটিখানি কথা নয়। তবে ২০১৮ সালের ২৭ অক্টোবর টিভির পর্দায় শেষবার দেখা গিয়েছিল সিআইডি। বছর ছয়েক বাদে এবার অনুরাগীদের জন্য সুখবর। আবার ৬ বছর পরে টেলি-দুনিয়ায় ফিরছে ‘সিআইডি’।
এই টেলিভিশন শোয়ের নির্মাতারা সম্প্রতি সমাজমাধ্যমে একটি নতুন টিজার (CID Return on TV) শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে আগামীকাল ২৬ অক্টোবর থেকে শুরু হবে ভারতের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা টেলিভিশন শো ‘সিআইডি’ (CID)। আগের মতই এই নতুন শো-তেও থাকছেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি এবং আদিত্য শ্রীবাস্তব। বৃহস্পতিবার, সনি টিভি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিআইডির নতুন সিজনের প্রথম ঝলক শেয়ার করেছে (CID comeback)। যেটিতে দেখা যাচ্ছে এসপি প্রদ্যুম্ন (শিবাজি সাটম), ইন্সপেক্টর দয়া (দয়ানন্দ শেঠি) এবং সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ কে (আদিত্য শ্রীবাস্তব)পোস্টের ক্যাপশনে লেখা আছে আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন, একটি বিস্ফোরক প্রচার ভিডিও ২৬ অক্টোবর দেওয়া হবে। এই ঘোষণার পর ভক্তদের উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে।
শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ভারী বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি থেকে নামলেন এসিপি প্রদ্যুম্ন। মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়, আর এই প্রোমো দেখেই অনুরাগীদের মনে নস্টালজিয়া উসকে ওঠে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায় যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ করে দেয়। প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা যায়। বোঝাই যায় আরো অ্যাকশনে ভরপুর থাকবে এই টেলিভিশন শো।
উল্লেখ্য, ২০১৮ সালে শেষ হওয়ার পর থেকে সিআইডির ভক্তরা দীর্ঘ দিন অপেক্ষা করছিলেন শোটি ফের দেখা যাবে কিনা। এই শোটি বন্ধ হয়ে গেলেও, ভক্তদের মধ্যে সিআইডির প্রতি ভালোবাসা কখনও কমেনি। নানা সময়ে অনুরোধ ও আশা প্রকাশ করা হয়েছে যে শোটি আবার শুরু হবে। এমন পরিস্থিতিতে এবার এই শো-এর ভক্তদের জন্য একটা সুখবর আসছে। সোশ্যাল মিডিয়াতে সিআইডির নতুন সিরিজের ঘোষণা দিয়েছেন নির্মাতারা।