নিউজ ডেস্ক: সাইক্লোন ‘দানা’-র প্রভাব অনেকটাই কমেছে। তবে শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর আশেপাশের প্রায় ২০০ কিমি এলাকা জুড়ে একটা প্রভাব থাকে। আর সেই কারণে রোদ উঠলেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টি আজ হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকার দু-এক জেলায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দিনভর বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নেমে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা উত্তর ওডিশা থেকে আরও শক্তিক্ষয় করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। শনিবার গভীর নিম্নচাপও ক্রমশ শক্তি হারাবে। তবে ভারী বৃষ্টি না হলেও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আগামিকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি মূলত শুষ্ক থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এ দিন সকাল থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে শনিবারও শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। দু’এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে শহরে বৃষ্টিপাত এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অপেক্ষাকৃত কমবে। শুষ্ক থাকবে আবহাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উল্লেখ্য, শুক্রবারের বৃষ্টিতে কলকাতার বহু রাস্তায় এখনও জমে আছে জল। জেলায় জেলায় ধানক্ষেত চলে গিয়েছে জলের তলায়।