নিউজ ডেস্ক: সামনেই কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠবে কলকাতা-সহ গোটা বাংলা। আর এই আলোর উৎসবে ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে রবিবার ভাইফোঁটার দিন থেকে আবহাওয়া বদল ঘটবে, কমবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে হিমেল হাওয়া, বিরাজ করবে শুষ্ক আবহাওয়া।
হাওয়া অফিস বলছে আগামী পাঁচ-ছয়দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা দিনের কিছু কিছু সময় মেঘলা থাকতে পারে। আগামী ৫ দিনের মধ্যে দু’ এক জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়। একই ছবি দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি এলাকায়। এই পরিস্থিতি আগামী ৪৮ ঘন্টা বজায় থাকবে বলেই খবর। মালদহ সহ দুই দিনাজপুরে আবহাওয়া তুলনামূলক শুকনো থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
এদিকে হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি বর্তমানে উত্তর ওড়িশার উপর রয়েছে। এরপর ধীরে ধীরে আরও শক্তি হারিয়ে ছত্তিশগঢ় থেকে মধ্যপ্রদেশের দিকে এগোতে থাকবে। তবে এর জন্য রাজ্যের কোনও এলাকার উপর একদমই প্রভাব থাকবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ সোমবার বৃষ্টি (West Bengal Weather Update) হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। একই সঙ্গে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সিম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার কালীপুজো। আর সেদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।