নিউজ ডেস্ক: ‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে…’, নয়ের দশকের পর্দায় এক বৃদ্ধা মায়ের কাতর আর্তি দেখে প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেছিলেন দর্শকরা। এবার তিন দশক বাদে ফের একবার দর্শকরা সেই বলিউড সিনেমার স্বাদ পেতে চলেছেন বড়পর্দায়। শাহরুখ খান (Shah Rukh Khan) আর সলমন খান (Salman Khan) অভিনীত কর্ণ অর্জুন (Karan Arjun) বলিউডের সেরা সিনেমাগুলির তালিকায় যে থাকবে, তা নিঃসন্দেহে বলা যায়। আর এবার, ফের বড়পর্দায় ফিরছে শাহরুখ, সলমন অভিনীত সেই কিংবদন্তি ছবি।
সম্প্রতি এই সুখবর শেয়ার করে সলমন খান (Salman Khan) লেখেন, “সিনেমায় রাখিজির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হল। ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারও মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’।” তবে ভাইজান উচ্ছ্বাস প্রকাশ করলেও শাহরুখ খানের (Shah Rukh Khan) তরফে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে বলিউড বাদশা সপরিবারে ব্যস্ত দুবাইতে। ছেলে আরিয়ান খানের পোশাক সংস্থার উদ্বোধনে।
বলিউড অনুরাগীরা অথচ ‘কর্ণ অর্জুন’ ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পুনর্জন্মের গল্প নিয়ে সিনেমায় শাহরুখ-সলমনের দাদাভাই জুটি নজর কেড়েছিল সকলের। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। দুই ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল কাজল এবং মমতা কুলকার্নিকে। তার পর থেকেই বলিউডের দুই সুপারস্টারকে এখনও পর্যন্ত একসঙ্গে দেখলেই করণ-অর্জুন বলে সম্বোধন করেন সকলে। সিনেমা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যমজ পুত্রসন্তানের নাম পর্যন্ত অনেকে করণ-অর্জুনই রেখেছিলেন। এবার সেই ছবিই আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এই ছবিতে শাহরুখ ও সলমন ছাড়াও ছিলেন রাখী (Rakhee), কাজল (Kajol), মমতা কুলকর্নি (Mamta Kulkarni)। রাকেশ রোশনের পরিচালিত এই ছবিটি সেই সময়ে সাড়া ফেলে দিয়েছিল। আর চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ২২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি। দীপাবলির সপ্তাহে এই খবর যেন এই ছবির অনুরাগীদের কাছে দীপাবলিউ উপহারের মতোই। ৩০ বছর আগের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ব্লকবাস্টার সিনেমার বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর শেয়ার করছেন সুপারস্টার হৃতিক রোশনও। বাবা রাকেশ পরিচালিত সিনেমা নতুন করে রিলিজের খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের ‘গ্রিক গড’।