নিউজ ডেস্ক: এবার পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’ (Bahurupi)। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। তবে এবার বাংলা ছবির ইতিহাসে রেকর্ড গড়ল এই ছবি। জানা গিয়েছে, এই প্রথম কোনও বাংলা ছবি যার আয় ছাড়াল ১০ কোটি। বর্তমানে বহুরূপী ছবির আয় দাঁড়িয়ে আছে ১১.০৪ কোটি টাকা। ছবি রিলিজের পর থেকেই দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি।
তবে কেবল কলকাতা বা বাংলায় নয়। বহুরূপী (Bahurupi) সমান ভাবে সমাদৃত হয়েছে প্রবাসী বাঙালিদের কাছেও। অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্য তো বটেই বিদেশের মাটি থেকেও শিবপ্রসাদ এবং নন্দিতার জুটির এই ছবির জন্য প্রশংসা ভেসে আসছে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এগুলোই তো বড় পাওনা, আর কী চাই?’ বাঙালিদের থেকে যে ভালোবাসা আমরা পাচ্ছি সেটা খুব গর্বের। বাড়ি থেকে দূরে থেকেও বাংলা ছবির স্বাদ তাঁরা পাচ্ছেন, এটাই তো কোথাও গিয়ে মানুষকে তাঁর শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।’ একইসঙ্গে তিনি জানান, ‘এটা হয়েছে কেবল মানুষের মন ছুঁয়ে যাওয়ার কারণে। সবার মুখে মুখে ছবিটির কথা ঘুরছে, সেটাই ভীষণ ভাবে কাজে দিয়েছেন সব বয়সের মানুষরাই বহুরূপী দেখছেন।’
এবার পুজোয় টেক্কা এবং শাস্ত্রী ছবি দুটোর সঙ্গে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের বহুরূপী। কিন্তু তিনটির মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। চর্চায় থেকেছে। প্রশংসা পেয়েছে মিউজিক অ্যালবামের জন্য। উল্লেখ্য, ছবির অগ্রিম টিকিট বুকিং শুরুর আগেই ৫০ লক্ষ টাকা আয় করে প্রযোজনা সংস্থা। এই ছবির গানের স্বত্ব বিক্রি হয় ৫০ লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজিক।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।