নিউজ ডেস্ক: ফের বিপাকে স্বরূপ বিশ্বাস। এবার সম্মানহানির অভিযোগে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা করেছেন দুশোরও বেশি পরিচালক। এমনই খবর জানা গিয়েছে। টলিউডে ৬০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে, ফেডারেশন সভাপতির এমন মন্তব্যের জেরেই এই মামলা বলে খবর।
অভিযোগ, এর আগে কোনও একটি সাক্ষাৎকারে প্রোযোজক ও পরিচালকদের বিরুদ্ধে মন্তব্য করেন স্বরূপ। তাঁর বক্তব্য ছিল, বাংলার বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থার যে সকল অভিযোগ উঠছে তাঁর মধ্যে ষাট শতাংশই হলেন ছবির পরিচালকগণ। এরপরই ক্ষুব্ধ হন পরিচালক ও প্রযোজকরা। এই মন্তব্যের প্রতিবাদ করেন তাঁরা। এরপরই দায়ের হয় মানহানির মামলা।
পরিচালক ও প্রযোজকদের বক্তব্য, কোনও একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সকলের দিকে আঙুল তোলা যায় না। সেই জন্যই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করছেন তাঁরা। এ প্রসঙ্গে ‘ডিরেক্টর্স গিল্ড’-এর সভাপতি সুব্রত সেন বলেন, “পৃথক-পৃথকভাবে ২৩৩ জন ডিরেক্টর মানহানির মামলা করেছেন। অনেকেরই খারাপ লেগেছে স্বরূপবাবুর মন্তব্যে। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের ষাট শতাংশই পরিচালক। সেই কারণে এই মানহানির মামলা করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি ডিরেক্টর্স গিল্ড ফেডারেশনের একটি অংশ। তারপরও দেখা যাচ্ছে ফেডারেশন অনেক সিদ্ধান্ত নিচ্ছে আমাদের না জানিয়ে। এটা হওয়া উচিৎ নয় বলে মনে করি। আমার নিজের বিশ্বাস এই বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব।”
এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক সুদেষ্ণা রায়ও। তিনি বলেছেন, ‘সুরক্ষা বন্ধু গঠন হওয়ার সময় স্বরূপ বিশ্বাস বলেছিলেন, তিনি নাকি কানাঘুষো শুনে জানতে পেরেছেন, ইন্ডাস্ট্রির ৬০ শতাংশ পরিচালক এবং ৪০ শতাংশ প্রযোজক মহিলা কর্মীদের হেনস্থা করেন। এই মন্তব্য আমাদের ভালো লাগেনি। আমরা অসম্মানিত বোধ করেছি। একটা নোটিসও দিয়ে ছিলাম আমরা। কিন্তু উত্তর আসেনি। তাই মানহানির মামলা করা হয়েছে।’
জানা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ মোট ২৩৩ জন পরিচালক আছেন। তবে রাজ চক্রবর্তীও এই মামলাকারীদের অন্যতম কিনা জানা যায়নি। তবে এই মামলা করার বিষয়টা ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন নিশ্চিত করেছেন সোমবার, ২৮ অক্টোবর রাতেই এই খবর প্রকাশ্যে আসে। সুব্রত সেনের কথাতে সিলমোহর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।