নিউজ ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ফলে বলাই যেতে পারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ার বদল হবে। কালীপুজোর দিন কলকাতাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় কালী পুজোতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কার্যত সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। স্থানীয় ভাবে তৈরি মেঘের কারণেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন আগেই বাংলা থেকে এই বারের জন্য পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে বর্ষা।
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। সেই অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কলকাতা সহ বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার না থাকলেও আগামীকাল কালীপুজোর দিন বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতায় আগামিকাল, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। রবিবার ভাই ফোঁটাতে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। একই সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে নভেম্বরের শুরুতেই যে শীত পড়ে যাবে তা কখনই নয় বলেই দাবি। শীত পড়তে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।